24.8 C
Dhaka
Tuesday, July 8, 2025

৫ আগস্টের ‘টেকনিক’ ইলেকশনে ব্যবহার করে তরুণেরা জয়ী হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

শেখ হাসিনা সরকারের পতন ঘটানো গত ৫ আগস্টের সফল অভ্যুত্থানে যেভাবে তরুণেরা জয়ী হয়েছিলেন, সেই ‘টেকনিক’ ব্যবহার করে আগামী নির্বাচনেও তরুণরা জয়ী হবে বলে চ্যালেঞ্জ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (২৫ মার্চ) চাঁদপুরের হাজীগঞ্জে এক সমাবেশে তিনি এই চ্যালেঞ্জ ছুড়ে দেন।

হাজীগঞ্জের একটি রেস্তোঁরায় জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসনিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে এনসিপি।

এনসিপির আরেক নেতা আবদুল হান্নান মাসউদের ওপর হামলার তীব্র নিন্দা ও বিচারের দাবি নিয়ে নাসীরুদ্দীন বলেন, ‘আগামীর ইলেকশন কোনো মাসল পাওয়ারের (পেশি শক্তি) ইলেকশন হবে না, আগামীর ইলেকশনে টাকা বানিয়ে রাজনীতি হবে না, আগামীর ইলেকশনে পোস্টার লাগিয়ে আপনি জিততে পারবেন না। তরুণেরা যেভাবে ৫ তারিখে (আগস্ট) লড়াই করে জয়ী হয়েছিলেন, তাঁদের সেই পূর্ণ টেকনিক আবার এই ইলেকশনে ব্যবহার করবে এবং এই ইলেকশনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে। কারণ, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে, কীভাবে আসন্ন “ব্যালট রেভল্যুশন” পার পাবে, তা তরুণেরা বুঝে গেছে।’

আরও পড়ুনঃ  প্রথম মাসের বেতন বন্যার্তদের সহায়তায় দেবেন উপদেষ্টা আসিফ

হাজীগঞ্জবাসী তরুণ-যুবকদের উদ্দেশে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘আপনারা ৫ তারিখে যেভাবে ঐক্যবদ্ধভাবে হাসিনাকে বিদায় করেছেন, তেমনিভাবে আগামীতে আমাদের সামনের চ্যালেঞ্জ, ইলেকশনেও আমাদের জয় হবে। কারণ, এই জয়টা আমরা কোনো ব্যক্তির জন্য চাই না, এই জয়টা কোনো পরিবারের জন্য চাই না; এ জয় আমরা কোনো মাফিয়াতন্ত্রের জন্য চাই না।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘এ জয় আমরা চাই চাঁদাবাজদের বিরুদ্ধে; এ জয় আমরা চাই টেন্ডারবাজদের বিরুদ্ধে; এ জয় আমরা চাই মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে; এ জয় আমরা চাই সৈন্যতন্ত্রের বিরুদ্ধে। এ জন্য হাজীগঞ্জবাসী ঐক্যবদ্ধ হোন, তরুণ-যুব ঐক্যবদ্ধ হোন, যাঁরা সিনিয়র সিটিজেন রয়েছেন, তাঁরা ঐক্যবদ্ধ হোন। আগামী ইলেকশনে তরুণদের জয় হবে; এ জয়ে আল্লাহ সহায় হবে। এ জয়ে কোনো মাফিয়াতন্ত্র, কোনো অস্ত্রবাজ, কোনো টাকাবাজ, কোনো সৈন্যতন্ত্রবাজের জায়গা হবে না।’

আরও পড়ুনঃ  শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ পরিদর্শক বরখাস্ত

এই এনসিপি নেতা আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি, ভবিষ্যৎ বাংলাদেশে আওয়ামী লীগ ও তাদের দোসরদের জায়গা হবে না। সরকারের যে ইনস্টিটিউশন বা রাজনৈতিক দল বা পক্ষ গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তাদের গত ৫ আগস্ট যেভাবে প্রতিহত করা হয়েছে, আগামী দিনেও সেভাবে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে প্রতিহত করা হবে।’

নাসীরুদ্দীন বলেন, ‘আমাদের একমাত্র পরিচয় হচ্ছে, আমরা বাংলাদেশি। আর শত্রু হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। যত দিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের লড়াই চলবে। সমমনা ও সব ইসলামি দল, ছাত্র-জনতাসহ ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব এবং সবার সহযোগিতায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাড়ব।’

আরও পড়ুনঃ  ‘মুলা না বোতল’, জবির আন্দোলনে অংশ নিয়ে দীপ্তি চৌধুরীর স্লোগান

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, যুগ্ম সদস্যসচিব মো. মিরাজ মিয়া, হাজীগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি হাফেজ মো. শাহাদাত হোসেন প্রধানিয়া, পৌর জামায়াতের আমির মোহাম্মদ আবুল হাসানাত পাটোয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাও. ফয়সাল আহমেদ রশিদী।

এনসিপি প্রতিনিধি নুরুল ইসলাম বকাউলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ইসলামী শাসনতন্ত্রের পক্ষে আব্দুল্লাহ আল মামুন, ছাত্রশিবিরের পক্ষে মো. সামিউল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষে মো. শাফায়েত হোসন। স্বাগত বক্তব্য দেন এনসিপির উপজেলা প্রতিনিধি মো. শাহাদাত হোসেন।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ