25.1 C
Dhaka
Tuesday, July 8, 2025

১ হাজার টাকার নোট বাতিলের বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

এক হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২০ আগস্ট) সচিবালয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও কানাডার হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক হাজার টাকার নোট বাতিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো নিয়ে হ্যাঁ বা না কিছু বলাই ঠিক না। আমরা বলি, এটা থাক। এটাতে কোনো অসুবিধা হচ্ছে না। সহজে এগুলোর সিদ্ধান্ত নেওয়া যাবে না।’

আরও পড়ুনঃ  শনিবার স্কুল খোলা থাকার বিষয়ে যা জানা গেল

আপনি কি বলছেন এটি গুজব?—এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমার দিক থেকে কিছু বলিইনি। সুতরাং, গুজব আমি কমেন্ট করব না। এটি বাংলাদেশ ব্যাংকের ব্যাপার।’

সর্বশেষ জুলাইয়ে চীনের সঙ্গে যে চুক্তিগুলো হয়েছে সেগুলো কি বহাল থাকবে নাকি রিভিউ হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেগুলো নিয়ে আলোচনা হয়নি। এটি হাই লেভেলে আলোচনা করব। আমরা বাতিলও করিনি, কিছু করিনি। এই সিদ্ধান্তগুলো নিয়ে কেবিনেটে আলোচনা হবে।’

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ