25.4 C
Dhaka
Monday, July 7, 2025

হঠাৎ সচিবালয়ে ঢুকে পড়েছে শত শত শিক্ষার্থী

চলমান ২০২৪ সালের স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে কয়েকশ এইচএসসি পরীক্ষার্থী গুলিস্তানের জিরো পয়েন্টের থেকে সচিবালয়ের গেট দিয়ে পুলিশি বাধা উপেক্ষা করে ঢুকে পড়েন।

এ সময় তারা সচিবালয়ের ৬ ও ১১ নম্বর ভবনের মাঝামাঝি জায়গায় মিছিল করতে থাকেন।

শিক্ষার্থীরা বলেন, একটা বোর্ড পরীক্ষা ৬-৭ মাস পর্যন্ত ঝুলে থাকবে তা কী করে হয়? আমাদের কয়েকদিন আগেও জানিয়েছিল সেপ্টেম্বরের ১১ তারিখে পরীক্ষা হবে।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ ছেড়ে ইউপি সদস্য বললেন, ‘আমি বিএনপির লোক’

তাহলে আরও এক মাস লাগবে পরীক্ষার জন্য। এরপর এক মাসব্যাপী পরীক্ষা হবে। এত সময় নিলে আমাদের ফলাফল প্রকাশ করবে কখন? আর আমরা ভর্তি হবো কবে?

তারা আরও বলেন, আমরা চাই যেসব পরীক্ষা হয়েছে সে অনুযায়ী পরীক্ষার ফলাফল দেয়া হোক। দাবি না মানলে আমরা আন্দোলন চালিয়ে যাব।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ