24.8 C
Dhaka
Tuesday, July 8, 2025

সরকারি বেতনের আওতায় আসছে কওমি মাদরাসা

কওমি মাদরাসা শিক্ষকদের সরকারি বেতন স্কেলের আওতায় আনার কাজ চলছে। এজন্য ‘বাংলাদেশের কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থা উন্নয়ন রূপকল্প ২০২৫-৩৫’ নামে একটি কর্মসূচির খসড়ায় হাত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। এই কর্মসূচির আওতায় বিদ্যমান ছয়টি বোর্ডকে এক করে একটি সরকারি বোর্ডের মাধ্যমে সনদ দেওয়া ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করার প্রস্তাবও রাখা হয়েছে।

কওমি মাদরসাকে মূলধারায় আনতে বেশকিছু উদ্যোগের কথাও বলা হয়েছে রূপকল্পে। এরমধ্যে বাংলাদেশ সকল কওমি মাদরাসার হালনাগাদ তথ্যসহ ডাটাবেজ প্রণয়ন; প্রতিষ্ঠানের জমি, অবকাঠামো, শিক্ষক, ছাত্র-ছাত্রীর তথ্য বিষয়ে সরেজমিন পরিদর্শনপূর্বক ডাটাবেজ প্রণয়ন; প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী এবং ছাত্র-ছাত্রী বিষয়ে পৃথক-পৃথক তথ্যপঞ্জি প্রণয়ন এবং হালনাগাদকরণ; প্রাতিষ্ঠানিক কোড, ইআইআইএন নম্বর ইত্যাদি প্রদান।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (মাদরাসা অনুবিভাগ) এসএম মাসুদুল হক বলেন, কওমি মাদরাসার উন্নয়ন রূপকল্প নামে একটি কর্মসূচি নিয়ে আমরা কাজ করছি। দশ বছর মেয়াদি এই কর্মসূচি বাস্তবায়নের কাজটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পেলে এ ব্যাপারে অংশীজনদের সঙ্গে আলোচনা করে খসড়া চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  ই রা ন ই উ রে নি য়া ম সরিয়ে নিয়েছে এমন কোনো গো য়ে ন্দা তথ্য নেই: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

জানা গেছে, কওমি মাদরাসার জন্য চারটি গ্রেড বা শ্রেণি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

গ্রেড-১: বর্তমানে ৫০০ এর অধিক ছাত্র-ছাত্রী বিদ্যমান এবং গত ২৫ বছর বা তার বেশি পূর্বে স্থাপিত হয়ে ধারাবাহিকভাবে চলমান কওমি মাদরাসা।

গ্রেড-২: বর্তমানে ৩০০ এর অধিক ছাত্র-ছাত্রী বিদ্যমান এবং ১৫ বছর বা তার বেশি পূর্বে স্থাপিত হয়ে ধারাবাহিকভাবে চলমান কওমি মাদরাসা।

গ্রেড-৩: বর্তমানে ১০০ এর অধিক ছাত্র-ছাত্রী বিদ্যমান এবং পাঁচ বছর বা তার বেশি আগে স্থাপিত হয়ে ধারাবাহিকভাবে চলমান কওমি মাদরাসা।

আরও পড়ুনঃ  আজান না শোনাতে জোরে গান বাজানো হতো আয়নাঘরে

গ্রেড-৪: অন্যান্য সকল মাদরাসা বা নতুন চলমান কওমি মাদরাসা।

কওমি মাদরাসাগুলোর জন্য সরকারিভাবে গ্রেডভিত্তিক মাসিক সম্মানী চালুকরণের প্রস্তাব রাখা হয়েছে। গ্রেড-১ ভুক্ত কওমি মাদরাসার প্রতিষ্ঠান প্রধানের জন্য প্রতি মাসে ১০ হাজার টাকা এবং অন্যান্য শিক্ষক চারজন ও কর্মচারী একজনের জন্য প্রতি মাসে জনপ্রতি সাত হাজার টাকা সম্মানীর প্রস্তাব করা হয়েছে।

গ্রেড-২ ভুক্ত কওমি মাদরাসার প্রতিষ্ঠান প্রধানের জন্য প্রতি মাসে আট হাজার টাকা এবং অন্যান্য শিক্ষক চারজন ও কর্মচারী একজনের জন্য প্রতি মাসে জনপ্রতি পাঁচ হাজার টাকা সম্মানীর প্রস্তাব করা হয়েছে।

গ্রেড-৩ ভুক্ত কওমি মাদরাসার প্রতিষ্ঠান প্রধানের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা এবং অন্যান্য শিক্ষক চারজন ও কর্মচারী একজনের জন্য প্রতি মাসে জনপ্রতি তিন হাজার টাকা সম্মানীর প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুনঃ  ডা. দীপু মনি গ্রেফতার

রূপকল্পে কওমি মাদরাসার একাডেমিক ডিগ্রি (সনদ) প্রদানের জন্য বিদ্যমান ছয়টি বোর্ডের পরিবর্তে একটি সরকারি বোর্ড প্রতিষ্ঠা করার প্রস্তাব রাখা হয়েছে। এজন্য কওমি মাদরাসা সমন্বিত বোর্ডের অর্গানোগ্রাম চূড়ান্তকরণ, নিয়োগ ও কার্যকরী করা; বোর্ডের অবকাঠামো নির্মাণ ও চালু করা; বোর্ড কর্তৃক প্রদানযোগ্য সনদ এবং সমমান নির্ধারণ ও কার্যকরী করার প্রস্তাব রাখা হয়েছে।

কওমি মাদরাসার জন্য কারিকুলাম, সিলেবাস-পাঠ্যক্রম ইত্যাদি পুন:নির্ধারণ; ছাত্র-ছাত্রীদের জন্য উপবৃত্তি চালু করা; শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল বা টিফিন চালু করা; কওমি মাদরাসার প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়ন; শিক্ষকদের জন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান নির্মাণ ও চালু করা; ছাত্র-ছাত্রীদের জন্য কারিগরি প্রশিক্ষণ এবং কর্মসংস্থান প্রকল্প চালু করার প্রস্তাব রাখা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ