25.1 C
Dhaka
Tuesday, July 8, 2025

সবাইকে শেষ করো : ইসরায়েলি গোলায় নিকি হ্যালি

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার রাফা শহরে ইসরায়েল হামলা শুরু করার পর থেকে সারা বিশ্ব যখন সোচ্চার হচ্ছে ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতে, ঠিক তখনই রিপাবলিকান দলের সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর দৌড়ে থাকা নিকি হ্যালি গোলার আঘাতে গাজাবাসীদের নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্যে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। খবর আল জাজিরার।

গত ২৭ মে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী লেবাননের সঙ্গে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে অবস্থিত সামরিক স্থাপনাগুলো পরিদর্শন করার সময় একটি ইসরায়েলি গোলায় ‘সবাইকে শেষ করো’ লিখে ছবি তোলেন।

আরও পড়ুনঃ  মাত্র ১২ সেকেন্ডে ২৫ মিলিয়ন ডলার ক্রিপ্টো চুরি দুই ভাইয়ের

ইসরায়েলের পার্লামেন্ট সদস্য ও জাতিসংঘে ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত ড্যানি ড্যানন তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন। ছবিটি তিনি নিকি হ্যালির সঙ্গে সীমান্ত সফরের সময় তুলেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ড্যানন লেখেন, “আমার বন্ধু সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি বেগুনি মার্কার কলম দিয়ে একটি কামানের গোলার খোলের উপর হাঁটু গেড়ে বসে লিখেছেন ‘সবাইকে শেষ করো’।”

নিকি হ্যালি যুক্তরাষ্ট্রের কট্টরপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। হ্যালি ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত সাউথ ক্যারোলাইনার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ২৯তম রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন এবং ২০১৭ জানুয়ারি থেকে ২০১৮ ডিসেম্বর পর্যন্ত কাজ করেন। নিকি হ্যালি নিরাপত্তা পরিষদে মার্কিন স্বার্থ রক্ষা, বিশেষ করে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন ছাড়াও জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার প্রচেষ্টার নেতৃত্ব দেন।

আরও পড়ুনঃ  গাজা সীমান্তবর্তী এলাকার দখল এখন ইসরায়েলের হাতে

২০২৪ সালে নিকি হ্যালি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদের প্রাইমারিতে একজন প্রার্থী হিসেবে আবির্ভূত হন। তিনি ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচার প্রচারণার ঘোষণা দেন। ২০২৪ সালের ৬ মার্চ তিনি সুপার সানডেতে রিপাবলিকান দলের পক্ষে প্রেসিডেন্ট প্রার্থী হতে তার চালানো প্রচারণা স্থগিত করেন।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ