25.2 C
Dhaka
Tuesday, July 8, 2025

শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন সেনাপ্রধান

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাবাকে আর্থিক সহায়তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার (২৩ মার্চ) এ সহায়তা হস্তান্তর করা হয় বলে সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়।

জানা গেছে, ১০ ডিসেম্বর শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে রংপুর থেকে ঢাকা সিএমএইচ-এ আনা হয় এবং উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন।

এর আগে গত রবিবার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে মকবুল হোসেনও অংশ নেন।

আরও পড়ুনঃ  হাসিনার ‘মুখাবয়বে’ আগুন দেওয়া ব্যক্তিকে গ্রেফতার নিয়ে যা জানা গেল

প্রসঙ্গত, গত বছরের ১৬ জুলাই রংপুরে আন্দোলন চলাকালীন নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ