24.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

শরীরের সবচেয়ে বেশী নোংরা জায়গা কোনটি!

নাহ্, আপনি যা ভাবছেন একেবারেই তা নয়৷ শরীরের অন্যান্য স্থানের তো অনেক যত্ন নেন কিন্তু নিজের নাভির দিকে কি কখনও খেয়াল করেছেন? কতটুকু জানেন এই নাভি সম্পর্কে? একবার চোখ রাখতে পারেন নিচের এই লেখাতে-

নাভি আসলে শরীরের একটি ক্ষত। জন্মের সময় শিশুকে মায়ের থেকে পৃথক করার সময়ই তৈরি হয় এই ক্ষত৷ নাভি কুন্ডলীর বেশিরভাগ ক্ষেত্রেই থাকে ভিতরের দিকে৷

খুব কম সংখ্যক মানুষেরই নাভিকুন্ডলী বাইরের দিকে থাকে৷ নাভি যেহেতু মহিলাদের ক্ষেত্রে সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তাই অনেকেই প্লাস্টিক সার্জারির মাধ্যমে একে আরও সুন্দর করে তোলার চেষ্টা করেন৷

আরও পড়ুনঃ  আজহারীর মাহফিল থেকে ২২ নারী আটক, নেপথ্যে যে কারণ

কিন্তু জানেন কি এই নাভিই শরীরের সবথেকে অপরিচ্ছন্ন স্থান! একটি গবেষণা থেকে নাকি জানা গিয়েছে এখানে প্রায় ৬৭ রকমের ব্যাকটিরিয়া থাকে৷

আমরা বিভিন্ন ধরনের পোশাক পরে থাকি৷ তা যতই পরিষ্কার হোক, শরীর থেকে হোক বা পোশাক থেকে, নোংরা জমতে থাকে নাভিকুন্ডলীতে৷ প্রতিদিন নিয়ম করে পরিষ্কার না করলে তাতে দুর্গন্ধও হয়৷

মায়ের নাভিকুন্ডলী পরিষ্কার না থাকলে নবজাতকেরও তার থেকে সংক্রমন হতে পারে৷ প্রতিদিন সাবান জল দিয়ে পরিষ্কার রাখা যেতে পারে নরম এবং স্পর্শকাতর এই স্থানটিকে৷

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ