25.1 C
Dhaka
Tuesday, July 8, 2025

শতভাগ জিপিএ-৫ পেল যশোরের জাফরীয়া মাদ্রাসা

নিজেদের ঐতিহ্য আর সাফল্যের ধারা অব্যাহত রেখেছে যশোরের জাফরীয়া জীবন্ত কোরআন বহুমুখী আদর্শ মাদ্রাসা। প্রতিষ্ঠানটি থেকে দাখিল পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

জানা গেছে, প্রতিষ্ঠানটি থেকে এ বছর ১৩ জন দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের সবাই জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে বিজ্ঞান বিভাগের সাতজন এবং মানবিক বিভাগের ছয়জন শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে মানবিক বিভাগের তিনজন এবং বিজ্ঞান বিভাগের পাঁচজন গোল্ডেন এ প্লাস পেয়েছে।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী শেখ আরাফাত হোসাইন বলেন, শিক্ষকদের নিবিড় পর্যবেক্ষণ আর কাউন্সিলিং এর কারণে এমন ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এমন ফলাফল আগামীর পথচলায় অনুপ্রেরণা জোগাবে।

আরও পড়ুনঃ  আজ থেকে রাজপথে আওয়ামী লীগ নেতাকর্মীরা

মাদ্রাসার অভিভাবক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, সন্তানদের এমন সাফল্য অনুপ্রেরণার। ভালো ফলাফল ভালো স্বপ্ন দেখতে সাহায্য করবেন। তিনি সন্তানদের সাফল্য কামনা করেন।

জাফরীয়া জীবন্ত কোরআন বহুমুখী আদর্শ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইলিয়াস হুসাইন বলেন, জীবনের সবচেয়ে আনন্দ তখনই যখন ছাত্রদের সাফল্য ধরা দেয়। ছাত্রদের ভালো ফলাফলের মাধ্যেমে শিক্ষকদের পরিশ্রম ও সার্থকতা প্রকাশ পায়।

তিনি বলেন, আজকের সফল্যের সবটুকু কৃতিত্ব শিক্ষক আর ছাত্রদের। তাদের পরস্পরের সহযোগিতা আর পরিশ্রমের কারণে এমন ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ  শহীদ মিনার থেকে ফিরে যে বার্তা দিলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

উল্লেখ্য, জাফরীয়া জীবন্ত কোরআন বহুমুখী আদর্শ মাদ্রাসা ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটির ক্যাম্পাস যশোরের বাঘারপাড়া উপজেলার দত্তরাস্তা বাসস্ট্যান্ড এলাকায়। প্রতিষ্ঠানটিতে থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়সহ মদিনা, তুরস্ক ও ইংল্যান্ডে পড়াশোনা করছে। ছয় বছরে অর্থসহ হাফেজে কোরআন ও দাখিল পাসের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ