25.2 C
Dhaka
Tuesday, July 8, 2025

যশোরে শাহীন চাকলাদারের হোটেলে আগুন, নিহত ৬

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ।

শহরের চিত্রার মোড়ে অবস্থিত ১৪ তলা ওই হোটেলে অগ্নিসংযোগ করা হয়। সোমবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ ঢাকা পোস্টকে বলেন, জাবির হোটেলে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মরদেহ হাসপাতালে রয়েছে। এছাড়া আহত প্রায় শতাধিক।

আরও পড়ুনঃ  তিন দিনের ছুটি পাচ্ছে চাকরিজীবীরা

যশোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জরুরি কল সেন্টার থেকে জানানো হয়, জাবির হোটেল ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস। তবে এই মুহূর্তে হতাহতের সংখ্যা বলতে পারেনি ফায়ার সার্ভিস।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করতে দেখা গেছে ফায়ার সার্ভিসের কর্মীদের। তাদের কাজে সহোযোগিতা করছেন শিক্ষার্থীরাও।

বিকেল ৫টার দিকে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সমন্বয়ক রাশেদ খান জানান, বিজয় মিছিল নিয়ে আমরা চিত্রার মোড় অতিক্রম করার সময় আমাদের মিছিলের পেছন থেকে কিছু দুর্বৃত্ত এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

আরও পড়ুনঃ  ভারতে ভ'য়া'ন'ক চাপে নি'ষি'দ্ধ আ. লীগ নেতারা, বড় নেতারা পালাচ্ছেন আমেরিকা-ইউরোপে!

আমরা তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমাদের ছাত্র সমাজের কেউ এমন নাশকতার সঙ্গে জড়িত নয় এবং এর আগেও তারা কোনো নাশকতা করেনি।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ