24.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

মারাই গেলেন সেই ইরানি কমান্ডার, ইরানের প্রতিশোধের হুমকি

ইরানের সশস্ত্র বাহিনী বুধবার নিশ্চিত করেছে যে শীর্ষ ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর কমান্ডার আলি শাদমানি ইসরায়েলের একটি বিমান হামলায় নিহত হয়েছেন। শাদমানি যিনি সামরিক বাহিনীর খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান ছিলেন, তার মৃত্যুর খবর জানিয়ে বাহিনীটি এই হামলাকে “অপরাধমূলক কার্যকলাপ” হিসেবে অভিহিত করে “কঠোর প্রতিশোধ” নেওয়ার অঙ্গীকার করেছে।

গত ১৩ই জুন ইসরায়েলের সন্ত্রাসী হামলায় লেফটেন্যান্ট জেনারেল গোলামালি রশিদের শাহাদাতবরণের পর ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির নির্দেশে তিনি খাতাম আল-আমবিয়া (সাঃ) সেন্ট্রাল সদর দপ্তরের কমান্ডার হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করলেন মোদি

খাতাম আল-আমবিয়া সেন্ট্রাল সদর দপ্তর হলো ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত যুদ্ধ কমান্ড সদর দপ্তর। এটি জেনারেল স্টাফের অধীনে পরিচালিত হয় এবং ইরানি বাহিনীর মধ্যে যৌথ সামরিক অভিযান পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত।

গত সপ্তাহে ইসরায়েলি হামলায় এই অভিজ্ঞ সামরিক কমান্ডার মারাত্মকভাবে আহত হয়েছিলেন।

খাতাম আল-আমবিয়া সদর দপ্তর জানিয়েছে, আগামী শনিবার ২৮শে জুন তেহরানে এক জানাজার নামাজের পর তার কমরেডদের পাশেই কমান্ডারকে সমাহিত করা হবে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ