25.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

মব পার্টিকে বার্তা দিচ্ছি, এগুলোর সুযোগ নেই এখন—সারজিসকে সেনা কর্মকর্তা!

মবের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে- এইটা করার এখন সুযোগ নেই বলে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাদের ডেকেছিল সেনাবাহিনী। খবর পেয়ে সেখানে ছুটে যান এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

এ সময় সারজিসের সঙ্গে কথা বলেন সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম।

তিনি সারজিস আলমকে বলেন, ‘শরীরে যতক্ষণ রক্ত আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। আপাতত স্ট্যান্ডিং হলো- যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম (নাশকতা) করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে, এই পার্টিটাকে বার্তা দেওয়া যে- না, এইটা করার সুযোগ নেই এখন।’
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রংপুর সেনপাড়া ‘দ্য স্কাই ভিউ’ বাসভবনে গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ডেকে জিজ্ঞসাবাদ করা হয়।

আরও পড়ুনঃ  বিসিবিতে এই প্রথমবার ইতিহাস গড়ল নতুন সভাপতি ফারুখ আহমেদ

জিজ্ঞাসাবাদ শেষে সবাইকে ছেড়ে দেওয়া হয়।
গত রাতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে এক পোস্টে বলেন, ‘রংপুরে ফ্যাসিস্ট দোসরদের গ্রেপ্তার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদের বিব্রত করলে আগামীকাল আবার দেখা হবে রংপুরের রাজপথে।’

সেনাবাহিনীর সঙ্গে আলাপ শেষে সারজিস আলম সাংবাদিকদের বলেন, ‘তদন্তের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হোক, বিএনপি, জামায়াত, এনসিপির যে কাউকে হোক জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। অবশ্যই প্রয়োজন।

আমরা মনে করি, রাত ১টা, ২টা- ওই সময়টাই দৃষ্টিকটু দেখায়। আমরা প্রত্যাশা করি, তাদের যেকোনো টাইমে দিনের বেলা অফিস আওয়ারে ডেকে নেওয়া হয়।’

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ