বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্বে থাকা ফারুক আহমেদের বিসিবি পরিচালকের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এতে বিসিবির পরিচালনা পর্ষদ থেকে ছিটকে পড়ার পাশাপাশি সভাপতির পদটিও হারিয়েছেন তিনি।
এর আগে, ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি দিয়েছেন বিসিবির ৮ পরিচালক। বুধবার (২৮ মে) ফারুকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর চিঠি লিখেছিলেন তারা।
আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত করা হয়। কিন্তু গত নয় মাসে একের পর এক বিতর্কে জড়িয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়কের নাম।