24.8 C
Dhaka
Tuesday, July 8, 2025

বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে যে বার্তা দিলেন ট্রাম্প

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে দুই দেশের সম্পর্ক জোরদারের পাশাপাশি একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। প্রধান উপদেষ্টাকে দেয়া এক চিঠিতে এমন অঙ্গীকার ব্যক্ত করেন ট্রাম্প।

বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, পরিবর্তিত এই সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি ও নিরাপত্তা বৃদ্ধির সক্ষমতা তৈরির সুযোগ এনে দিয়েছে। যুক্তরাষ্ট্র আগামী বছরগুলোয় বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখতে উন্মুখ।

আরও পড়ুনঃ  মার্কিন জেনারেলের সফর আলোচনা হলো যেসব বিষয়ে

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়ার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প চিঠিতে আরও লিখেছেন, আমি আত্মবিশ্বাসী, আমরা আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পারবো। আমরা আমাদের সম্পর্ক জোরদার করবো এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করবো।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ