24.8 C
Dhaka
Tuesday, July 8, 2025

বন্যার্তদের ঘর দিতে চান অনন্ত-বর্ষা

বাংলাদেশের বেশ কিছু জেলা বন্যায় বিপর্যস্ত। পানি বন্দী লাখো মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছেন। মানবিক এই বিপর্যয়ে বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে সমাজের সর্বস্তুরের জনগণ।

শোবিজের কিছু তারকা দেশে না থাকলেও ভয়াবহ বন্যার পরিস্থিতি নিয়ে সরব রয়েছেন। তাদের মধ্যে অন্যতম চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা।

এমন অবস্থায় সামাজিক মাধ্যমে বন্যার্তদের জন্য সহযোগিতার আশ্বাস দিলেন এই তারকা দম্পতি। রবিবার সচিবালয় ঘেরাও করে আনসার বাহিনীর আন্দোলনের ঘটনায় নিন্দা জানান অনন্ত জলিল। সঙ্গে এও বলেন, দেশে ফিরেই বন্যার্তদের ত্রাণ বিতরণ করবেন তিনি।

আরও পড়ুনঃ  ‘শালারে মাইরাল্যামু’ বলেই রিকশাচালককে জুতা দিয়ে পেটালেন সমাজসেবা কর্মকর্তা

সোমবার (২৬ আগস্ট) সকালে এক ফেসবুক পোস্টে অনন্ত জলিল লেখেন, ‘যেখানে বন্যার কবলে পড়ে অসহায় মানুষেরা ক্ষুধার্ত ও ঘরবাড়ি ছাড়া এবং তাদের সমস্ত কিছু ভেসে গেছে। আর তখন আমরা তাদের পাশে না দাঁড়িয়ে আন্দোলন করে আমাদের দাবি আদায়ের চেষ্টা করছি।

এটা কোন বিবেকবান মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আসুন আমরা সবাই সবকিছু ভুলে গিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে মানুষ হিসেবে নিজেকে পরিচয় দেই। অসহায় মানুষদেরকে সাহায্যকারীকে আল্লাহ পছন্দ করেন।’

শেষে উল্লেখ করে অনন্ত লেখেন, ‘আমি আমার ব্যবসার কাজে এখন দেশের বাহিরে অবস্থান করছি, ইনশাআল্লাহ দেশে ফিরে আমি আমার কোম্পানির পক্ষ থেকে রেস্কিউ টিমসহ ত্রাণের ব্যবস্থা করব।’

আরও পড়ুনঃ  ‘বিশেষ সুবিধা’ চালুতে সরকারি চাকরিজীবীদের প্রণোদনা বাতিল

অন্যদিকে অনন্ত জলিলের স্ত্রী বর্ষা সামাজিক মাধ্যমে লেখেন, ‘একা করলে সেটি ছোটকিছু, অনেকে একসঙ্গে করলে সেটি অনেক বেশিকিছু।’ আরও লেখেন, ‘ইনশাআল্লাহ দেশে এসে আমি হোক একটা বা দুইটা বা তিনটা, তাদের হারিয়ে যাওয়া ঘর করে দিতে চাই।’

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ