24.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব অনুমোদনের জন্য শিক্ষা উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। উপদেষ্টা অনুমোদনের পর এ বিষয়ে জিও জারি হবে। এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হবে।

রোববার (২৩ মার্চ) দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান শিক্ষা মন্ত্রলণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বাজেট) লিউজা-উল-জান্নাহ।

তিনি বলেন, ‘স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের আসন্ন ঈদুল ফিতরের আগেই বেতন-ভাতা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব পাওয়ার পর সেটি শিক্ষা উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। উপদেষ্টার অনুমোদন পাওয়ার পর জিও জারি হবে। এরপর চিফ অ্যাকাউন্টস অফিসের মাধ্যমে ব্যাংকে টাকা পাঠানো হবে।’

আরও পড়ুনঃ  সমন্বয়ক পরিচয়ে হকারদের কাছ থেকে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

কবে নাগাদ শিক্ষক-কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন এমন প্রশ্নে জবাবে লিউজা-উল-জান্নাহ আরও বলেন, ‘এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। আমরা কাজ করছি। আশা করছি ঈদের আগেই তারা বেতন-বোনাস পাবেন।’

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

ব্যাংকগুলোর মাধ্যমে বেতন-ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদনসহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের ১০ তারিখের পরও আগের মাসের বেতন-ভাতা জোটে।

আরও পড়ুনঃ  ফের সম্প্রচারে আসছে দিগন্ত টেলিভিশন

এ পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।

দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে। ইতোমধ্যে তারা জানুয়ারি মাসের বেতনও পেয়েছেন। তবে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন এখনও হয়নি।

আরও পড়ুনঃ  যে সকল শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন সুখবর!

অন্যদিকে ৫ম ধাপে প্রায় সাড়ে ১৬ হাজার শিক্ষক-কর্মচারী এখনো ডিসেম্বর মাসের বেতন পান নি। চলতি সপ্তাহে তারা বেতন পেতে যাচ্ছেন।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ