25.9 C
Dhaka
Monday, July 7, 2025

নুসরাত ফারিয়াকে রিমান্ড নাকি কারাগারে প্রেরণ? যা জানা গেল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে আজ আদালতে হাজির করা হয়েছে। চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে উপস্থাপন করা হয়।

গতকাল বিমানবন্দর থেকে তাকে আটক করে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি এই মামলায় ২০৩ নম্বর এজাহারভুক্ত আসামি। মামলার এজাহারে তাকে আওয়ামী লীগকে সমর্থন জানিয়ে আন্দোলন দমনে অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করছেন, যারা এ আন্দোলন দমনে আর্থিক সহায়তা দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম নুসরাত ফারিয়া। আদালতে শুনানির সময় দেখা যাবে, তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ান কিনা।

আরও পড়ুনঃ  এবার সারাদেশে রেলপথ ব্লকেডের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

ফরওয়ার্ডিং কাগজ অনুযায়ী, তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়নি, তবে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে রাখার কথা বলা হয়েছে।

মামলাটি চলতি বছরের ২৯ এপ্রিল মামলা দায়ের করেন ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক। মামলায় প্রায় ২৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এদের মধ্যে ১৭ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে, যার মধ্যে নুসরাত ফারিয়াও রয়েছেন।

তাকে গ্রেপ্তারের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই দাবি করছেন, এ মামলার সঙ্গে তার জড়িত থাকার কোনো কারণ নেই। আবার অনেকের দাবি, আওয়ামী লীগকে আর্থিকভাবে সহায়তা করেছেন তিনি।

আরও পড়ুনঃ  ১ জুলাই থেকেই মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তারা

উল্লেখ্য, তিনি শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন, যা নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা হয়েছে। আজকের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এসব বিষয় আদালতে উপস্থাপন করবেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ