25.4 C
Dhaka
Monday, July 7, 2025

নীরবতা ভেঙ্গে ফেসবুকে মাশরাফির আবেগঘন বার্তা

বাংলাদেশের ক্রিকেটের অভিজ্ঞ ও প্রিয় তারকা মুশফিকুর রহিম অবশেষে নিজের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের একটি নতুন অধ্যায়ে প্রবেশ করলেন। বুধবার (৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেগঘন পোস্টের মাধ্যমে তিনি ঘোষণা দেন, “আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিচ্ছি।”

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে, যখন সমালোচনা ও চাপের মধ্যে ছিলেন, তখন অনেকেই ধারণা করেছিলেন মুশফিক হয়তো এই পদক্ষেপ নেবেন। এবং অবশেষে তার নিজের কথায় জানা গেলো যে, এই সিদ্ধান্ত তাকে অনেক চিন্তা ও অভিজ্ঞতার পর নিতে হয়েছে।

মুশফিক তার পোস্টে লেখেন, “আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য। আমরা হয়তো বৈশ্বিক মঞ্চে অনেক বড় সাফল্য অর্জন করতে পারিনি, তবে এক কথা স্পষ্ট: দেশের জন্য মাঠে নামলে কখনোই আমার হৃদয়ে কোনো সংকোচ ছিল না। আমি সবসময় সেরাটা দিয়েছি, ১০০% দিয়েছি।”

আরও পড়ুনঃ  শাহবাগের নাম পাল্টে মামাবাড়ির আবদারবাগ রাখা হোক: কুদ্দুস বয়াতি

তিনি আরও বলেন, “শেষ কয়েক সপ্তাহ আমার জন্য ছিল অত্যন্ত কঠিন। আমি বুঝতে পেরেছি যে, আল্লাহর ইচ্ছাতেই সব কিছু ঘটে। কুরআনে আল্লাহ বলেছেন: ‘ওয়া তুইজ্জু মান তাশাওয়া তুইযিলু মান তাশাও’ – ‘তিনি যাকে চান সম্মান দেন, যাকে চান অপমানিত করেন’।”

মুশফিক তার পোস্টে জানিয়েছেন, তার ক্রিকেট ক্যারিয়ারের ১৯ বছর ছিল তার জীবনের একটি অসীম অধ্যায়, যেখানে তিনি সারা বিশ্বের ভক্তদের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন। “আমার পরিবার, বন্ধু এবং প্রিয় ভক্তদের প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ। আপনারা ছিলেন আমার শক্তি, আমার প্রেরণা। জাযাকাল্লাহ খায়র।”

আরও পড়ুনঃ  ঢাকায় এসে রোজা রাখবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

মুশফিকের এই অবসর বাংলাদেশের ক্রিকেটের একটি যুগের সমাপ্তি। তার ব্যাটে যে সাফল্য এসেছে, যে স্মৃতি গড়ে উঠেছে, তা চিরকাল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অমলিন থাকবে। এখন থেকে শুধু স্মৃতি নয়, তার প্রতিটি ইনিংস, তার প্রতিটি সেঞ্চুরি এবং তার মাঠে থাকা, সবকিছুই থাকবে আমাদের হৃদয়ে, আর মনে করিয়ে দেবে যে, মুশফিক শুধু একজন ক্রিকেটার নয়, তিনি ছিলেন একটি প্রজন্মের আইকন।

মুশফিকের অবসর ঘোষণার পর ফেসবুকে আবেগঘন পোস্ট করেছেন মাশরাফি। তিনি মুশফিক নিয়ে নানা স্মৃতির কথা তুলে ধরেছেন।

পাঠকদের জন্য মাশরাফির ফেসবুক পোস্ট তুলে ধরা হলো:

আরও পড়ুনঃ  সরকারকে সহযোগিতা করবে বিএনপি, রাখবে নজরও

তোমার বিদায়ের ঘোষণায় এক লহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে। এত বছরের একসঙ্গে পথচলা, মাঠের ভেতরে-বাইরে কতশত স্মৃতি!

ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে স্বাক্ষ্য দেবে অনেক কিছুর। তোমার ব্যাটের দ্যুতিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে! তবে রেকর্ড বইয়ে লেখা থাকবে না, কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে, কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছিলে। তোমার পরিশ্রম, প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে।

আশা করি, সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু রঙিন করে তুলবে। তোমার ব্যাটে অভিজাত সংস্করণে দেশের ক্রিকেট সমৃদ্ধ হবে আরও…

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ