24.8 C
Dhaka
Tuesday, July 8, 2025

নবিজীকে নিয়ে কটূক্তি করায় ইরানের জনপ্রিয় গায়কের মৃ°ত্যু দণ্ড

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ইরানের জনপ্রিয় গায়ক আমির হোসেইন মাগসৌদলুকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। এই গায়ক আমির তাতালু নামেও পরিচিত। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভি

সংস্কারপন্থি সংবাদমাধ্যম ইতেমাদের প্রতিবেদনে বলা হয়েছে, তাকে পূর্বে পাঁচ বছরের জেল দেয়ার বিষয়ে প্রসিকিউটরদের আপত্তি সুপ্রিম কোট মঞ্জুর করেছে।

এর প্রেক্ষিতে তাকে এবার মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সা. এর বিরুদ্ধে কটূক্তির অভিযোহে তাকে এই সাজা দেয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তার কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ রাখা হয়েছে। ৩৭ বছর বয়সী এই গায়ক ২০১৮ সাল থেকে তুরস্কের ইস্তম্বুলে বসবাস করে আসছিলেন। কিন্তু ২০২৩ সালের ডিসেম্বর দেশটির পুলিশ তাকে ইরানের কাছে হস্তান্তর করে। এরপর থেকেই সে ইরানে বন্দি রয়েছেন।

আরও পড়ুনঃ  সাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস

এর আগে তার বিরুদ্ধে পতিতাবৃত্তির অভিযোগ এনে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। এছাড়া তার বিরুদ্ধে ইরান বিরোধী কর্মকাণ্ডেরও অভিযোগ রয়েছে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ