24.8 C
Dhaka
Tuesday, July 8, 2025

টহলরত পুলিশ সদস্যকে তুলে নিয়ে গেল ডাকাত দল, অতঃপর…

সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে টহলরত পুলিশের এক সদস্যকে ডাকাত দল ট্রাকে করে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি টহলে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ডাকাতদের ট্রাকের পিছু নেয় তারা। পরে ধাওয়া দিয়ে শান্তিগঞ্জ থেকে ট্রাকটি আটকসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে শান্তিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, একটি ট্রাকে তল্লাশি চালানোর সময় এক পুলিশ সদস্যকে অপহরণ করে ট্রাকে তুলে নিয়েছিলেন গ্রেপ্তারকৃতরা।

আরও পড়ুনঃ  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়িয়ে বাজেট পাস

বোরকা পরে পালানোর সময় ধর্ষককে গণধোলাই
মসজিদের পিলার ধসে প্রাণ গেল কিশোরের
শান্তিগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দিরাই উপজেলা থেকে একদল ডাকাত দ্রুত গতিতে একটি ট্রাক চালিয়ে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে দিরাইয়ের শরীফপুর এলাকার চেকপোস্টে ট্রাকটিতে তল্লাশি চালান এক পুলিশ সদস্য। তখন ওই পুলিশ সদস্যকে ট্রাকে তুলে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দলটি। বিষয়টি সেখানে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ট্রাকটিকে তারা ধাওয়া করেন।

আরও পড়ুনঃ  নীরবতা ভেঙ্গে ফেসবুকে মাশরাফির আবেগঘন বার্তা

একপর্যায়ে ট্রাকটি শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে আসা একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে প্রাইভেটকারটি পাশের পুকুরে পড়ে যায়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পরে পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে ডাকাতদের গণধোলাই দেন। এতে ডাকাত দলের দুই সদস্য আহত হন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী ঢাকা পোস্টকে বলেন, ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আর দিরাই চেকপোস্ট থেকে তুলে আনা পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ