25.4 C
Dhaka
Monday, July 7, 2025

জে-টেনের পর এবার আলোচনায় চীনের নতুন ভ য়া ন ক যু দ্ধ বিমান জে-১৫টি ফাইটার জেট

চীনের নতুন ফাইটার জেট জে-১৫টি এখন আলোচনার কেন্দ্রে। রণতরিতে উডয়ন এবং অবতরণে সক্ষম এই যুদ্ধবিমানটি বর্তমানে মোতায়ন রয়েছে চীনের বিমানবাহী রণতরী Shandong-এ। আগামী পাঁচ দিন ধরে হংকং উপকূলে টহল দেবে এই এয়ারক্রাফট ক্যারিয়ার এবং তার বহরে থাকা অত্যাধুনিক জে-১৫টি ফাইটার জেট।

চীনের সামরিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করেছে এই যুদ্ধবিমান। সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম জে-১৫টি ইতোমধ্যেই দেশটির সমর ভাণ্ডারের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে চীন সাগরে আধিপত্য বিস্তার এবং তাইওয়ান ও হংকংকে ঘিরে দীর্ঘদিনের ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এই যুদ্ধবিমান নতুন করে গুরুত্ব পেয়েছে।

আরও পড়ুনঃ  বিচারকের গাড়িতে সালাম না দেওয়ায় ট্রাফিক সার্জেন্টদের কান ধরে উঠবস করান মানিক

চীনের নৌবহর বর্তমানে হংকং উপকূলজুড়ে টহলে নিয়োজিত, যেখানে থাকছে বিভিন্ন ধরনের রণতরী ও যুদ্ধজাহাজ। তবে এবারের টহলের বিশেষ দিক হলো—প্রথমবারের মতো এই বহরে যুক্ত হয়েছে বিমানবাহী যুদ্ধবিমান জে-১৫টি।

জে সিরিজের মধ্যে রণতরির উপযোগী সংস্করণ হচ্ছে জে-১৫টি, যা ‘ফ্লাইং শার্ক’ নামেও পরিচিত। দুই ইঞ্জিনবিশিষ্ট এই যুদ্ধবিমানটি নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এবং স্বল্প দৈর্ঘ্যের রণতরির রানওয়ে থেকে সম্পূর্ণ পেলোডসহ উডয়ন ও অবতরণে সক্ষম। এতে যুক্ত হয়েছে উন্নত রাডার এবং সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।

চীনের এই জে সিরিজের ফাইটার জেট ভারতের বিরুদ্ধে পাকিস্তানও ব্যবহারের দাবি করেছে। বিশেষ করে ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার সময় জে-১০ ব্যবহার করে সাফল্যের দাবি করে ইসলামাবাদ। সেই অভিজ্ঞতার আলোকে আন্তর্জাতিক বাজারেও চাহিদা বাড়ছে চীনা জেটের। এখন পর্যন্ত সাতটি জে-১৫টি যুদ্ধবিমান তৈরি করা হয়েছে এবং ভবিষ্যতে এর উৎপাদন আরও বাড়ানো হবে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ