25.9 C
Dhaka
Tuesday, July 8, 2025

জিরা লুটের ঘটনায় জামায়াত নয়, ছাত্রদল নেতা বহিষ্কার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে দৈনিক পত্রিকা ইত্তেফাকের লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, ট্রাকভর্তি জিরা লুট করার ঘটনায় বাংলাদেশ জামায়াত ইসলামীর এক নেতা বহিষ্কার হয়েছেন।

সম্প্রতি ‘জেড ফোর্স আন্দোলন সেল Z-Force Andolon Cell’ নামের একটি পেজ থেকে পোস্ট করে উল্লেখ করা হয়, “জামাত যেভাবে হালাল ব্যবসার দিকে ঝুকছে।” তবে তথ্যযাচাইয়ে ভিন্ন তথ্য পেয়েছে ফ্যাক্টচেকিং ওয়েবসাইট বুম বাংলাদেশ।

তারা যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রচারিত ফটোকার্ড অনুযায়ী ট্রাকভর্তি জিরা লুট করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো নেতাকে বহিষ্কার করা হয়নি বরং একই অভিযোগে বহিষ্কৃত ব্যক্তিটি ময়মনসিংহ জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মাহিদুর রহমান ওরফে মাহাদী।

আরও পড়ুনঃ  সাকিবএর জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে যা বললেন নতুন বিসিবি বস

ফটোকার্ডে দৈনিক পত্রিকা ইত্তেফাকের লোগো থাকায় বুম বাংলাদেশ কি-ওয়ার্ড সার্চ করে ফেসবুকে প্রচারিত ভাইরাল দাবির পক্ষে ইত্তেফাকের অনলাইন এবং ভেরিফায়েড ফেসবুক পেজে কোনো খবর খুঁজে পায়নি। এমনকি অন্য কোনো গণমাধ্যমেও আলোচ্য দাবির পক্ষে কোনো ধরণের তথ্য বা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

তবে, কি-ওয়ার্ড সার্চ করে “ছাত্রদল নেতার নেতৃত্বে ট্রাকভর্তি জিরা লুট, গ্রেপ্তারের পর বহিষ্কার” শিরোনামে দৈনিক ‘ইত্তেফাক’ পত্রিকার অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পেয়েছে বুম। যেই প্রতিবেদনে প্রকাশিত ছবিটির সঙ্গে ফেসবুকের প্রচারিত ভাইরাল ফটোকার্ডের ছবির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়।

মূলত গত ১ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ময়মনসিংহের মুক্তাগাছা এলাকায় ট্রাকভর্তি জিরা লুট করার ঘটনায় মাহিদুর রহমান ওরফে মাহাদী নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তারের পর কারাগারে প্রেরণ করা হয়েছে। ৩০ অক্টোবর রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বহিষ্কার হওয়া ছাত্রদল নেতার নাম মাহিদুর রহমান ওরফে মাহাদী ময়মনসিংহ জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি পদে ছিলেন। মাহিদুর রহমান ফুলপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্দুল আজিজের ছেলে।

আরও পড়ুনঃ  যে কারণে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ

ইত্তেফাকের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড পোস্ট করতে দেখা যায়। গত ১ নভেম্বর করা ওই পোস্টের ফটোকার্ডটির সঙ্গে ভাইরাল ফটোকার্ডটির মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, ময়মনসিংহের মুক্তাগাছা এলাকায় ট্রাকভর্তি জিরা লুট করার ঘটনায় এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। ইত্তেফাকের পেজে পোস্টকৃত অরিজিনাল ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে ‘ছাত্রদলের’ জায়গায় ‘জামাত’ শব্দটি বসিয়ে ফটোকার্ডটি পোস্ট করা হয়েছে।

এছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বহিষ্কৃত ছাত্রদল নেতার ব্যাপারে তথ্য থাকলেও সেখানে জামায়াত সংশ্লিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ ট্রাকভর্তি জিরা লুটের ঘটনায় বহিষ্কৃত এক ছাত্রদল নেতার ছবিকে জামায়াত নেতার বলে প্রচার করা হচ্ছে। সুতরাং ট্রাক ভর্তি জিরা লুটের ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতার বহিষ্কারের ফটোকার্ড জামায়াত নেতার দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ