26.7 C
Dhaka
Monday, July 7, 2025

জামায়াতের কর্মী সংখ্যা বাড়াতে বললেন পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৭ আসনের উদ্যোগে এক আলোচনা সভায় অংশ নিয়ে দলটির কর্মী সংখ্যা বাড়াতে বলেছেন পুলিশের এক কর্মকর্তা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে ওই পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, আমরা যতটুকু পারি মানুষের সেবা করে যেতে পারি এটাই আমাদের স্বার্থ। আর আমাদের আসল উদ্দেশ্য পরকাল, এই দুনিয়ার মধ্যে তো কিছু না।

সেই উদ্দেশ্যে আমাদের কাজ করতে হবে এবং আল্লাহ আমাকে যতদিন হায়াত রাখবেন, সুস্থ রাখবেন, আমাদের চেষ্টা থাকবে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে তাদের কল্যাণে বাংলাদেশকে যেন একটা আধুনিক রাষ্ট্রে পরিণত করতে পারে।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার পুরো দেশটা বিক্রি করে ফেলছে। আপনারা সবই জানেন এর বর্ণনা দেওয়ার দরকার নাই। পত্রপত্রিকা বিভিন্নভাবে আপনারা জানতে পারছেন।

আরও পড়ুনঃ  সেই উপস্থাপিকা ও জনগণের কাছে ক্ষমা চাইলেন বিচারপতি মানিক

এখন সময় এসেছে আমরা যেন কাজ করতে পারি। কাজ করে দেশপ্রেমিক যারা দেশের জন্য, মানুষের জন্য ডেডিকেটেড আমরা সে ধরনের লোককে নির্বাচিত করতে চাই। আপনারা যারা যুবক সম্প্রদায় আছেন এলাকায় কাজ করবেন। কর্মী সংখ্যা বাড়াবেন, সৎ লোকের সংখ্যা বাড়াবেন।
বুঝাবেন সৎ লোক দেশ না চালালে হক হালালে দুঃখ যাইবে না কোন কালে। ঠিক আছে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ