অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য তার অফিশিয়াল ফেসবুক পেইজের এক স্ট্যাটাসে বলেছেন, গতকাল ভিডিওতে হাসিনার ল্যাসপেন্সার ও ভারতের কাছে মাথাবেচা পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনরে জয় বাংলা করার দাবি জানানোর পর দেশ-বিদেশ থেকে অনেকে আমাকে ফোন করে সহমত জানিয়েছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন। একইসাথে তার জসীম কে অনতিবিলম্বে জয় বাংলা করার আহ্বান জানিয়েছেন।
Ezoic
x
video of: ಈ ಸುಂದರ ಮನೆ ಕೇವಲ 8.40 ಲಕ್ಷ!!!😱😱😱Play Video
Now Playing
x
video of: ಈ ಸುಂದರ ಮನೆ ಕೇವಲ 8.40 ಲಕ್ಷ!!!😱😱😱Play Video
ಈ ಸುಂದರ ಮನೆ ಕೇವಲ 8.40 ಲಕ್ಷ!!!😱😱😱
Fullscreen
Share
Watch onHumix
ಈ ಸುಂದರ ಮನೆ ಕೇವಲ 8.40 ಲಕ್ಷ!!!😱😱😱
জসীমের ব্যাপারে আরও যত নোংরা বিষয় উঠে আসছে তা নিয়ে কথা বলা দরকার হলে বলব। ভাবতে অবাক লাগে যে কিভাবে এমন একটা ফ্যাসিস্ট চেতনার পররাষ্ট্র সচিব নিয়া আমরা কাজ করে আসছিলাম। বিপ্লবের বিপক্ষে কেউ অবস্থান নিলে আর হারকিউলিস হবার খায়েশ দেখলে তার পরিণতি হবে ভয়াবহ। সাবধান কইরা দিলাম।
Ezoic
তবে আরও আশ্চর্য হলাম যে আমার ভিডিও দেখার পর হাসিনার আমলে রিটায়ার করা দুই তিন জন সাবেক বুইড়া খাটাশ রাষ্ট্রদূত চামে চামে পররাষ্ট্র সচিব হবার ধান্দা শুরু করে দিসে। জসীম জয় বাংলা হবে, হইতেই হবে কিন্তু তার মানে এই নয় যে পররাষ্ট্র মন্ত্রণালয় বুইড়া খাটাশ দিয়া চলবে। বুইড়া খাটাশ বা ফ্যাসিস্টের তেলবাজ অথবা কোন জেলাভিত্তিক লবিংবাজ যেন এই পদে আসতে না পারে। ধান্দা কইরা দেখেন, আপনাদের আমলনামা রেডি হইতেছে। লাগলে আপনাদের বিষয়ে কথা বলব।
আমরা পেশাদার, দক্ষ এবং কর্মঠ একজন পররাষ্ট্র সচিব চাই। এমন একজনকে দরকার যে এই সরকারের লেজিটিমেসি, জিও পলিটিক্যাল রি-পজিশনিং এবং জুলাই বিপ্লবের গ্লোবাল এক্সেপটেন্সের জন্য কাজ করবে। যে সরকারের অনুগত হবে এবং পররাষ্ট্র ক্যাডারে ইনসাফ নিশ্চিত করবে। কথা ক্লিয়ার।
ইউনুস স্যারের প্রতি এবং তার নেতৃত্বে উপদেষ্টা পরিষদে আমাদের আস্থা ছিলো, আছে এবং থাকবে। আমরা জনতার দাবির দ্রুত বাস্তবায়ন দেখার অপেক্ষায় থাকলাম।