24.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

ছেলে উপদেষ্টা হওয়ায় যা বললেন আসিফের বাবা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে গঠন করা সরকারের তালিকায় রয়েছেন আরও ১৬ জন। তাদের মধ্যে অন্যতম একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূইয়া (২৪)।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টাসহ ১৩ জন বঙ্গভবনের দরবার হলে শপথ নেন। বাঁকি তিনজন পরে শপথ নিবেন বলে জানা যায়। সজীবের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার আকুবপুর গ্রামে।

তিনি ওই গ্রামের মো. বেলাল হোসেন ও রোকসানা বেগমের সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। সেই সঙ্গে আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়ক।

আরও পড়ুনঃ  ভারতে আর ২৫ দিন থাকতে পারবেন শেখ হাসিনা : হিন্দুস্থান টাইমস

তার শপথের খবর শুনে মুরাদনগরের গ্রামের বাড়িতে বইছে আনন্দের বন্যা। চলছে মিষ্টি বিতরণ। প্রতিবেশীরা আতশবাজি ফুটিয়ে আনন্দ উদযাপন করছেন। এ ছাড়াও আসিফ মাহমুদ ও তার পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হচ্ছে বিভিন্ন পোস্ট।

এ বিষয়ে ইউপি সদস্য সালাউদ্দিন খাঁন বলেন, আমাদের গ্রামের আসিফ আন্দোলনে সফল হয়েছেন এবং এখন নতুন সরকারের উপদেষ্টা হয়েছেন। আমিসহ এলাকাবাসী সবাই খুশি। আমরা শুক্রবার নামাজের পর দোয়া ও মিলাদের আয়োজন করেছিলাম। বিকেলে সবাই মিলে আনন্দ মিছিল করব।

আরও পড়ুনঃ  এস আলমের অর্থপাচারে দেউলিয়া প্রায় ৬ ব্যাংক

এ বিষয়ে আসিফের বাবা বেলাল হোসেন বলেন, আসিফ ছোট কাল থেকে দেশ ও দেশের মানুষকে ভালোবেসে আসছে। তার মধ্যে সব সময় সৃজনশীল কিছু করার চিন্তা ছিল। জীনের ঝুঁকি নিয়ে কোটা আনন্দোলনের ডাক দিয়ে এই স্বৈরাচারী সরকারকে পতন করেছে। আজকে সে বিজয়ী হয়েছে। সরকারের শপথ নেয়ায় আমি আনন্দিত। দোয়া করি সততার সাথে সে যেন তার দায়িত্ব পালন করতে পারে।

এ বিষয়ে আকুবপুর ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল বলেন, আমার ইউনিয়নের ছেলে আসিফ মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হয়েছে। আমার ইউনিয়নবাসী তথা মুরাদনগর উপজেলাবাসী সকলেই আনন্দিত। আমাদের মাঝে বয়ে যাচ্ছে উৎসবের আমেজ।

আরও পড়ুনঃ  মারা গেছেন ইনফ্লুয়েন্সার তনির স্বামী

সফল আন্দোলনের পর উপদেষ্টা নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। মুরাদনগরের ইতিহাসে এ প্রথমবারের মতো কোনো উপদেষ্টা মনোনীত হয়েছে। দেশ-বিদেশে আমাদের মুরাদনগরের মুখ উজ্জ্বল করেছে। আমরা তাকে নিয়ে গর্ব করি।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ