25.4 C
Dhaka
Monday, July 7, 2025

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে এবার মহাসমাবেশের ডাক

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ফের জোরালো আন্দোলন শুরু করেছেন চাকরিপ্রার্থীরা। এরই অংশ হিসেবে গত শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।

এবার মহাসমাবেশের ডাক দিয়েছেন চাকরিপ্রার্থীরা। আগামী ২৪ আগস্ট বেলা ১১টায় এ সমাবেশ করা হবে। এ দাবি মেনে দ্রুত প্রজ্ঞাপন দেওয়ার আহবান জানিয়েছেন তারা।

চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হবে। শাহবাগ প্রজন্ম চত্বরে বেলা ১১টায় এ কর্মসূচি পালন করবেন তারা। জানা গেছে, ফেসবুককেন্দ্রীক বিভিন্ন চাকরির গ্রুপে এ বিষয়ে প্রচারণা চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ফেসবুকে কয়েকটি পেজ এবং গ্রুপ খোলা হয়েছে।

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার হস্তক্ষেপে প্রধান উপদেষ্টার বিষয়ে বিএনপির অবস্থান বদল

সেখানে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে প্রচার চালানো হচ্ছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৫ বছর করার দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। শর্তসাপেক্ষে বয়সসীমা উন্মুক্ত করারও দাবি তাদের।

এ সাতদিনের আল্টিমেটাম দিয়েছেন তারা। এরপরও দাবি না মানলে ২৪ আগস্ট মহাসমাবেশ করবেন বলে জানা গেছে। এদিন প্রধান উপদেষ্ঠার বাসভন অভিমুখে পদযাত্রার ঘোষণাও দিয়েছেন তারা।

চাকরিপ্রার্থীরা বলছেন, তাদের দাবি যৌক্তিক হলেও বিগত আওয়ামী লীগ সরকার মানেনি। তারা বয়স না বাড়ানোর সিদ্ধান্তে বরাবরই অনড় ছিলেন।

আরও পড়ুনঃ  বন্যার পানিতে পরিরারসহ আটকা ক্রিকেটার সাইফুদ্দিন

ফলে দীর্ঘদিন আন্দোলন করলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়েনি। তবে এবার জনতার আন্দোলনের পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসায় তাদের দাবি মানা হবে বলে আশা তাদের।

তাদের ভাষ্য, কোটা সংস্কার আন্দোলন সফল করে সরকারের পতন ঘটিয়েছে ছাত্র-জনতা। চাকরিতে বয়স বৃদ্ধির দাবিও যৌক্তিক।

ছাত্র-জনতা সমর্থিক অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকায় তাদের দাবি মেনে নেওয়া হবে বলে তারা আশা করছেন। এবার আন্দোলনের মাধ্যমে এ সরকারের মনোযোগ আকর্ষণ করে দ্রুত দাবির বাস্তবায়ন চান তারা।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ