25.9 C
Dhaka
Tuesday, July 8, 2025

গাজা পরিদর্শনে নেতানিয়াহু, হামাস নির্মূলের হুঁশিয়ারি

লাগাতার আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মধ্যেই গাজা পরিদর্শনে গেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১৫ এপ্রিল) তিনি এ সফর করেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়।

এসময় উপত্যকার উত্তরাঞ্চলে সেনাদের সাথে সাক্ষাৎ করেন তিনি। তার সাথে উপস্থিত ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ও সামরিক কমান্ডাররা।

টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী, গাজা সফরে গিয়ে নেতানিয়াহু বলেন, আরও আঘাতের শিকার হবে হামাস। এসময় হামাস নির্মূলের হুঁশিয়ারিও দেন তিনি।

এসময় ইসরায়েলের ধ্বংস চেয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির করা এক সোশ্যাল মিডিয়া পোস্টের কথা উল্লেখ করেন নেতানিয়াহু। খামেনি ইসরায়েলকে ধ্বংস করতে চান দাবি করে বলেন, নিজেদের ভবিষ্যৎ রক্ষার জন্যই এ যুদ্ধ।

আরও পড়ুনঃ  ইলিশ আগে পাবে দেশের মানুষ, পরে রপ্তানি: উপদেষ্টা

এর আগে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পরে ১৯ জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি শুরু হয়। ১৮ মার্চ সেই যুদ্ধবিরতি ভেঙে আবারও ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তখন থেকে গাজার বড় অংশ দখল করেছে তারা। হামলা থেকে প্রাণ বাঁচাতে আবারও বাড়িঘর ছেড়ে পালানো শুরু করেছেন ফিলিস্তিনিরা।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ