25.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

ঈদের আগে বেতন-বোনাস নিয়ে সুখবর দিলেন মাউশি ডিজি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেছেন, আসন্ন ঈদুল আজহার পূর্বেই শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন ও উৎসব ভাতা পাবেন। দ্রুত সময়ের মধ্যে তাদের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।

মাউশি ডিজি জানান, ‘ইতোমধ্যে এপ্রিল মাসের জিও জারি হয়েছে। মে মাসের বেতন এবং ঈদ বোনাসের প্রস্তাব চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহের শুরুতে পাঠানো হবে। ঈদের ছুটি শুরুর আগেই শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন এবং উৎসব ভাতার অর্থ পাবেন। ঈদ বোনাসের অর্থ আগে পেতে পারেন তারা। এরপর মে মাসের বেতন পাবেন।

আরও পড়ুনঃ  আ.লীগ-জাপাকে বাদ দিয়ে নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘কর্মচারীদের উৎসব ভাতা বাড়বে না। তবে শিক্ষকরা ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন। এটি নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

এর পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।

আরও পড়ুনঃ  ‘৪৮ ঘণ্টা ভাত কি জিনিস চোখে দেখিনি’

দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারী ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন পেয়েছেন। তবে তারা এখনো এপ্রিল মাসের বেতন-ভাতা পাননি। ইতোমধ্যে এপ্রিলের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে তারা বেতন পেতে পারেন।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ