25.8 C
Dhaka
Tuesday, July 8, 2025

ইসরায়েলকে দমনে কঠোর বার্তা দিলেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী

ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা জিউসেপ কন্টে ইসরায়েলকে দমনে কঠোর বার্তা দিয়েছেন। ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে এই নেতা দেশটির বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা দেয়ারও আহ্বান জানান। শুক্রবার (৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জিউসেপ কন্টে লিখেছেন, ‘গত ২৪ ঘণ্টায় গাজায় ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। দুই সপ্তাহে ৩০০ জনের বেশি শিশু নিহত হয়েছে। ইসরায়েলি আক্রমণগুলো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং বাড়িগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে।’

আরও পড়ুনঃ  আসন্ন নির্বাচনে চাঁদাবাজদের জায়গা হবে না : কর্নেল হক

তিনি বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের এমন বর্বরতায় ইতালি ও ইউরোপ নীরব রয়েছে।’ ইউরোপীয় পার্লামেন্টের অবস্থানের সমালোচনা করে কন্টে বলেছেন, ‘এই পার্লামেন্ট শুধুমাত্র ঘটনাগুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। যার কোন অর্থ নেই।’

২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ৬০ বছর বয়সী এই রাজনীতিবিদ আরও বলেছেন, ‘ইসরায়েলের ওপর একটি সম্পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা এবং সরকারি কর্মকর্তা এবং তাদের সমর্থকদের ওপর কঠোর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।’

আরও পড়ুনঃ  ভারতের ‘র’-এর ৬ এ জে ন্ট গ্রে প্তা র, বড় না শ ক তা র পরিকল্পনা নস্যাৎ

এদিকে ইসরায়েলের বর্বরোচিত হামলায় গাজায় ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যার প্রতিবাদে উত্তর ইতালির মিলানে এক সমাবেশ করেছে শত শত মানুষ। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের আক্রমণে গাজায় ৫০ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অপরাধ আদালত গেল বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ