25.2 C
Dhaka
Tuesday, July 8, 2025

ইরান-ইস*রা*য়েলে যু*দ্ধবিরতি ঘোষণা দিয়েছেন ট্রাম্প

ইরান ও ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাম্প্রতিক এই সংঘাতের নাম দিয়েছেন—‘১২ দিনের যুদ্ধ’। ট্রাম্প জানান, এই যুদ্ধবিরতি ছয় ঘণ্টার মধ্যে কার্যকর হবে এবং এরমধ্যে দুই দেশ তাদের চলমান সামরিক মিশন শেষ করবে।

সোমবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ ও চূড়ান্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি চলবে ১২ ঘণ্টা, যার পর এই যুদ্ধকে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে।’

আরও পড়ুনঃ  ফিটনেস ট্রেইনার শিমুর সঙ্গে সোহেল তাজের বিয়ের ছবি প্রকাশ্যে এলো

তিনি আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, ১২ ঘণ্টা পর ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। এরপর মোট ২৪ ঘণ্টা পেরোলেই এই যুদ্ধের ইতি ঘটবে এবং তা আন্তর্জাতিকভাবে সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে।

ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতির সময় উভয় পক্ষই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। সব কিছু পরিকল্পনা অনুযায়ীই চলবে বলে আমরা আশাবাদী। তিনি ইরান ও ইসরায়েলের কূটনৈতিক সাহস, ধৈর্য এবং বুদ্ধিমত্তার প্রশংসাও করেন।

এই সংঘাতের ভয়াবহতা তুলে ধরে ট্রাম্প বলেন, এই যুদ্ধ বহু বছর ধরে চলতে পারত এবং গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত। কিন্তু তা হয়নি এবং কখনোই হবে না।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ গ্রে প্তা র

পোস্টের শেষে ট্রাম্প তার স্বভাবসুলভ নাটকীয় ভঙ্গিতে বলেন, গড ব্লেস ইসরায়েল, গড ব্লেস ইরান, গড ব্লেস দ্য মিডল ইস্ট, গড ব্লেস দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকা এবং গড ব্লেস দ্য ওয়ার্ল্ড!

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ