25.2 C
Dhaka
Tuesday, July 8, 2025

আমি এমপি হলে কাউকে ঢাকায় রিকশা চালাতে হবে না

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ মামুন বলেছেন, তিনি যদি ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন, তাহলে এ এলাকার মানুষকে জীবিকার জন্য ঢাকায় গিয়ে রিকশা চালাতে হবে না।

রোববার (২৯ জুন) সন্ধ্যায় পীরগঞ্জ প্রেস ক্লাব সভাকক্ষে স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “এ অঞ্চলে পর্যাপ্ত শিল্প-কারখানা কিংবা কর্মসংস্থানের সুযোগ নেই। ফলে শিক্ষাজীবন শেষ করেই অনেককে ঢাকায় গিয়ে রিকশা চালাতে হয়। আমরা যদি রাষ্ট্রীয় দায়িত্ব পাই, তাহলে এই অবস্থা পাল্টে যাবে।”

আরও পড়ুনঃ  সরকার পতন না হলে বিয়ে নয়, শপথ নেওয়া ছাত্রদল নেতা করলেন বিয়ে

সীমান্ত এলাকার সমস্যা প্রসঙ্গে মামুন বলেন, “পীরগঞ্জ-রানীশংকৈল ভারতের সীমান্তঘেঁষা এলাকা। বিএসএফের নিপীড়ন এখানকার মানুষের নিত্যদিনের বাস্তবতা। তারা কথায় কথায় গুলি চালায়, পাখির মতো মানুষ মারে। ভবিষ্যতে সীমান্তে আর একটি প্রাণও ঝরলে দিল্লির দিকে লংমার্চ শুরু হবে।”

সভায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মশারুল ইসলাম।

এছাড়া বক্তব্য দেন পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, পীরগঞ্জ উপজেলা সহসভাপতি আবুল বাশার বাবুল ও আসাদুল্লাহ আসাদ, রানীশংকৈল উপজেলা সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আবু জাফর এবং সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ