25.2 C
Dhaka
Tuesday, July 8, 2025

আমরা হয় গাজী হবো, নাহয় শহীদের কাতারে মিলিত হবো: ড. শফিকুল ইসলাম

পবিত্র ওমরাহ পালনে সপরিবারে সৌদি আরব গেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। আগামী ১০ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে ওমরাহ পালনের এক ফাঁকে পবিত্র কাবা প্রাঙ্গণ থেকে ফেসবুক লাইভে আসেন ড. মাসুদ। এ সময় তিনি অশ্রুসিক্ত কণ্ঠে ফিলিস্তিনের নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য হৃদয়বিদারক দোয়া করেন।

লাইভে ড. শফিকুল ইসলাম মাসুদ কান্নায় ভেঙে পড়ে আবেগঘন কণ্ঠে বলেন, “আমাদের শরীরটা এখানে পরে আছে, আমাদের হৃদয়টা তোমাদের সাথে আছে। আমরা আসবো। আমরা হয় তোমাদের সাথে গাজী হবো, নাহয় তোমাদের সাথে শহীদ এর কাতারে মিলিত হবো। ইনশাআল্লাহ।”

আরও পড়ুনঃ  নির্বাচন কীভাবে আদায় করতে হয় তা বিএনপি জানে: সালাউদ্দিন টুকু

আরও পড়ুনঃ খুনের পর চামড়া ছাড়িয়ে টুকরো করা হয় এমপির মরদেহ, হাড়হিম তথ্য
এই বলে তিনি কাঁদতে কাঁদতে গাজার মজলুম মুসলমানদের জন্য বিশেষ দোয়া করেন।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ