25.4 C
Dhaka
Monday, July 7, 2025

আজান দিয়ে ১৪ বছর পর কার্যালয় খুলল জামায়াত

দীর্ঘ ১৪ বছর পর দলের কেন্দ্রীয় ও মহানগরীর কার্যালয় খুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর সোমবার (৫ আগস্ট) রাতে দলটির নেতাকর্মীরা মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে যান। এরপর তারা পুরানা পল্টনে মহানগর কার্যালয়েও যান।

এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আজান দিয়ে কেন্দ্রীয় কার্যালয় খোলা হয়। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ও খোলা হয়েছে।

নেতারা দীর্ঘদিন পর কার্যালয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং বিশেষ মোনাজাত করেন।

আরও পড়ুনঃ  আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রসঙ্গত, ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কার্যালয় বন্ধ হয়ে যায় বলে জানান জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের মুজিবুল আলম।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ