24.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

আওয়ামী লীগের সাথে বৈঠক করবে জাতিসংঘ, কী বার্তা দেয়?

জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নে বাংলাদেশ সফরে এসেছে জাতিসংঘের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত দেশটিতে অবস্থান করবে।

সফরের প্রথম দিনে নির্বাচন কমিশনের সাথে বৈঠক সম্পন্ন করেছে তারা। জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, নির্বাচন কবে হবে তা নির্ধারণ করবে সরকার ও রাজনৈতিক দলগুলো। জাতিসংঘ এ বিষয়ে কোনো মন্তব্য করবে না।

২০১৪ সালের একতরফা নির্বাচনের পর জাতিসংঘ বাংলাদেশে নির্বাচন কমিশনের সাথে সহযোগিতা বন্ধ করে দেয়। ২০১৮ সালের নির্বাচনে সীমিত সহায়তা করলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদান এবং তথ্য সংগ্রহকারীদের সরঞ্জাম সরবরাহে প্রস্তুত তারা।

আরও পড়ুনঃ  ঢাবির এক হলের ক্যান্টিনে ছাত্রলীগের বাকি ১৭ লাখ, সভাপতি-সেক্রেটারি দুজনেই পৌনে ৬ লাখ

পতনের পর দেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দ্রুত নতুন নির্বাচনের আলোচনা চলছে। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

জাতিসংঘের প্রতিনিধি দল বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকের অংশ হিসেবে আওয়ামী লীগের নেতাদের সাথেও আলোচনায় বসার কথা রয়েছে। এই বৈঠকগুলোতে তারা রাজনৈতিক দলগুলোর মতামত জানার পাশাপাশি আগামী নির্বাচনে জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা করবে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ