25.2 C
Dhaka
Tuesday, July 8, 2025

অনির্দিষ্টকালের জন্য বন্ধ টেন মিনিট স্কুল

অনলাইন পাঠদানের জনপ্রিয় প্রতিষ্ঠান টেন মিনিট স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে সচল থাকবে তাদের ওয়েবসাইট ও ইউটিউবে আগের সব পাঠদানের ভিডিওগুলো। শনিবার রাত ১২টা ১৯ মিনিটে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘টেন মিনিট স্কুলের সকল লাইভ ক্লাস, রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস আজ (৩ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’ টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিকও তার ফেসবুক স্টোরিতে এ তথ্য শেয়ার করেন।

আরও পড়ুনঃ  ১৪ বছর পর বিসিএস ক্যাডার হওয়া জাহিদ এখন নরওয়ের টেলিকমের উন্নয়নে ব্যস্ত

আজ বিক্ষোভ, কাল থেকে সর্বাত্মক অসহযোগআজ বিক্ষোভ, কাল থেকে সর্বাত্মক অসহযোগ
সম্প্রতি স্টার্টআপ বাংলাদেশের ৫ কোটি টাকার বিনিয়োগ হারিয়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক।

চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একাধিক স্ট্যাটাস দেন আয়মান সাদিক। এর পরিপ্রেক্ষিতে তার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, ২০১৫ সালে যাত্রা শুরু করা টেন মিনিট স্কুলে বর্তমানে ৬ষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন ব্যাচে লাইভ ক্লাস ও পরীক্ষার মাধ্যমে বোর্ড সিলেবাসভিত্তিক পড়াশোনা ও পরীক্ষা প্রস্তুতির নিয়মিত সহায়তা করছে।

আরও পড়ুনঃ  গণপরিবহনে জবি ছাত্রীকে যৌ ন হয়রানি, ভিক্টর ক্লাসিকের ১০ বাস আটক

স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ও চাকরির প্রত্যাশীদেরও প্রস্তুতিতে সাহায্য করছে টেন মিনিট স্কুল।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ