25 C
Dhaka
Wednesday, July 9, 2025

‘হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছে, আমি ফিরেছি’

আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষাপটে ১০ বছর পর হেলিকপ্টারে ফরিদপুরে নিজ জন্মভূমিতে ফিরেছে
আওয়ামী লীগের নির্যাতনে ও ভয়ে দেড় যুগ আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিএনপির নেতা হাসিবুল হাসান হাবিব।

এর মধ্যে ১০ বছর আগে এলাকায় এলেও কিছুদিনের মধ্যেই বাধ্য হয়ে চলে যেতে হয়েছে। এরপর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হওয়ায় ১০ বছর পর আনন্দঘন পরিবেশে হেলিকপ্টারে নিজ জন্মভূমির মাটিতে পৌঁছেছেন তিনি।

আজ সোমবার বেলা ৩টা ১৩ মিনিটে হেলিকপ্টারে করে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া ফুটবল মাঠে অবতরণ করেন হাবিব। তিনি ওই ইউনিয়নের গৌড়দিয়ার পাশের সলিয়া গ্রামের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রের ওহাইও বিএনপির আহ্বায়ক।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার পলায়ন মানেই ৮০ পার্সেন্ট সংস্কার হয়ে গেছে: হারুনুর রশীদ

হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও এলাকাবাসী। পরে প্রায় ১ কিলোমিটার পথ হেঁটে মিছিলসহকারে নিজ বাড়িতে পৌঁছান বিএনপির এই নেতা।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ