গেল বছর ৫ আগস্ট ছাত্রজনতার প্রবল গণ-আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় গ্রহণ করেন সাবেক পতিত শেখ হাসিনা। সেসময় বিশ্বের বিভিন্ন দেশ মুখ ফিরিয়ে নিলেও আশ্রয় দেয় ভারত।
দেশজুড়ে শেখ হাসিনার সর্বশেষ অবস্থান নিয়ে নানা গুঞ্জন উটেছে। শেখ হাসিনাকে নিরাপত্তার ইস্যুতে দিল্লি থেকে সরিয়ে নিয়ে কোথায় রাখা হয়েছে এটা জানার ইচ্ছে যেন সকলের। আওয়ামী লীগ পুনর্গঠন নিয়ে যখন আলোচনা চারদিকে, ঠিক তখনই হাসিনার অবস্থান নিয়ে লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। যা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:
হাসিনা দিল্লি থেকে কোলকাতায় এসেছে। আওয়ামী লীগের পলাতক নেতাদের সাথে দেখা করছে। সে কোলকাতাতে স্থায়ীভাবে থাকবে কিনা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
দুইটা জায়গায় তাকে দেখা গেছে- সল্ট লেক আর নিউটাউন এলাকা। সম্ভবত নিউটাউন এলাকাতেই তার অস্থায়ী ঘাটি।
প্যারিসে আমার বাসার ঠিকানা বাকশালীরা উন্মুক্ত করেছিলো এই কৃতজ্ঞতায় প্রতিদান দেবো নিয়মিত। হাসিনা কোথায় আছে তার লাইভ আপডেট চলবে।
আমার তরফ থেকে হাসিনাকে ভীমনাগের সন্দেশ পাঠিয়েন।