25 C
Dhaka
Tuesday, July 8, 2025

হারুনকে মডেল সাপ্লায় দিত আফ্রিদী, কোন ক্ষমা হবে না, অনুসন্ধান চলছে তথ্য দিন: ইলিয়াস

৫ আগস্ট ছাত্র ও জনসাধারণের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর, প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা এবং তাদের সরকারি কর্মকর্তারা আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে একজন হলেন প্রাক্তন ডিবি প্রধান হারুন।

প্রবাসী লেখক এবং অনলাইন কর্মী সাংবাদিক ইলিয়াস হোসেন তার সম্পর্কে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন। যা অনলাইন পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

ডিবি হারুনের সাপ্লায়ার তৌহিদ আফ্রিদী এবং ওর বাবা + মায়ের অপ’কর্ম নিয়ে অনুসন্ধান চলছে। কোন তথ্য থাকলে ইমেইলে জানাবেন। আমার অনেকগুলো পেইজ তৌহিদ আফ্রিদি নষ্ট করেছে।

আরও পড়ুনঃ  নিউইয়র্ক দিয়ে বিদেশ সফর শুরু করতে পারেন ড. ইউনূস

হারুনের টুনু যেদিন প্রচার করেছিলাম সেদিন রাতে আমার একজন অ্যাডমিন আইটি এক্সপার্ট জুবায়েরকে ধরে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় এবং বিভিন্ন জায়গা থেকে হারুনের ভিডিও সরাতে নির্দেশ দেয়া হয়।তৌহিদ আফ্রিদী ২৯শে জুলাই রাতের পুরোটা সময় হারুনের অফিসে অবস্থান করে এই কাজের তদারকি করেছে!

বিএনপি জামায়তের কোন পেইজ বড় হলেই সেটা নস্ট করার দায়িত্ব পালন করতো আফ্রিদি। এছাড়াও বিভিন্ন মডেল- নায়িকাদের হারুনের বনানীর বাড়িতে নিয়ে যেত এই তৌহিদ আফ্রিদী। আফ্রিদীর কোন ক্ষমা হবে না, ও আওয়ামি দা’লাল।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ