25.9 C
Dhaka
Tuesday, July 8, 2025

সব ধরনের ক্রিকেট থেকে সাকিব আল হাসান কি সত্যিই বাদ হতে যাচ্ছেন!

সরকার পতনের পর দেশে সরকারি দলের অনেক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এবার সেই তালিকায় সাকিবের নাম এসেছে। হত্যা মামলায় ২৮ তম আসামি হয়েছে সাকিব।

বর্তমানে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলছেন বাংলাদেশের তারকা সাকিব আল হাসান। তবে ওই ম্যাচের মাঝামাঝি ২২ আগস্ট তার বিরুদ্ধে হত্যা মামলা হয়।

ওই মামলার পর সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্ত প্রক্রিয়া শেষ করতে বিসিবিকে আইনি নোটিশ জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী সজিব মাহমুদ আলম।

আরও পড়ুনঃ  আব্দুল্লাহর দিকে টানা তিনটি গুলি করে বিএসএফ, নিয়ে গেছে লাশ!

সিবিবিতে সাকিবের জমা দেওয়া আইনি নোটিশের বিষয়ে আইনজীবী বলেন, যেহেতু সাকিব আল হাসানের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে, তাই আইসিসির নিয়ম অনুযায়ী তিনি জাতীয় ক্রিকেট দলে থাকতে পারবেন না। অবিলম্বে তাকে ক্রিকেট দল থেকে বাদ দেওয়া উচিত।

এর আগে পোশাক শ্রমিক রুবেল হত্যায় প্ররোচনার অভিযোগে গত ২২ আগস্ট সাকিবের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় মামলা হয়।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনকে আসামি করা হয়। মামলার ২৮ নম্বর জবানবন্দিতে শাকিবকে আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুনঃ  ফি লি স্তি ন কে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট আদাবর রিং রোডে বিক্ষোভ মিছিলে অংশ নেন রুবেল। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে, উৎসাহ, সাহায্য-সহযোগিতায় কেউ মিছিলে গুলি চালায়। বুকে ও পেটে গুলিবিদ্ধ রুবেলকে হাসপাতালে নেওয়া হলে ৭ আগস্ট মারা যান।

তবে সাকিবকে নিয়ে এখনি কোনো সিদ্ধান্ত নিতে চায় না বিসিবি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, এফআইআর হয়েছে এটা তো মাত্র ফারস্ত ইনফরমেশন।

এখনও কোনো চার্জ গঠন হয়নি, আমি যতদূর জানি। বিসিবির সাথে সাকিবের সম্পর্ক হলো সে খেলোয়াড় বা কর্মী। চুক্তিতে আছে। লিগ্যাল নোটিশ পেলে আমরা সিদ্ধান্ত নিতে পারব।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ