24.8 C
Dhaka
Tuesday, July 8, 2025

শহীদ আবু সাইদ মসজিদের জন্য অজুখানা তৈরি করে দিলো শিবির

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামনে শহীদ আবু সাইদ মসজিদের জন্য নতুন অযুখানা নির্মাণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বেরোবি শাখা। মুসল্লিদের সুবিধার্থে এই উদ্যোগ গ্রহণ করা হয়। আজ মঙ্গলবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৫টায় শহীদ আবু সাইদ মসজিদের অযুখানার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. সোহেল রানা এবং সেক্রেটারি মো. সুমন সরকার। এছাড়া শিবিরের অন্যান্য নেতাকর্মী, আবু সাঈদ চত্বরের দোকানদার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও এলাকার মুসল্লিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বেরোবি শাখার ছাত্রশিবিরে সেক্রেটারি মো. সুমন সরকার বলেন, ছাত্রশিবির ছাত্র এবং জনগণের কল্যাণে কাজ করে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধ, ভারতে বাড়ছে ইলিশের দাম

দীর্ঘদিন যাবত শহিদ আবু সাঈদ মসজিদে অযু করার অসুবিধা হচ্ছিল, মুসল্লিরা ঠিকঠাক মত ভাবে অজু করতে পারত না। এজন্যই মূলত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির এই উদ্যোগটি গ্রহণ করেন। ছাত্রশিবির সবসময় জনসাধারণ ও ছাত্র জন্য কাজ করে এবং ভবিষ্যতেও এমন কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ.।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার ছাত্রশিবিরের সভাপতি মো. সোহেল রানা বলেছেন, “ছাত্রশিবির এই উদ্যোগ নিয়েছে, কারণ পূর্বে এখানে সুন্দর উপযুক্ত অজুর ব্যবস্থাপনা ছিল না। এর আগে মসজিদে মাত্র দুটি টিউবওয়েল দিয়ে কষ্ট করে মুসল্লিদের অজু করতে হতো।

আরও পড়ুনঃ  পুলিশে বড় ধরণের রদবদল

এটি আমাদের প্রাণের দাবি ছিল, যাতে সুন্দরভাবে নির্মাণ করা হয়। আল্লাহর রহমতে আমরা এটি সুন্দরভাবে তৈরি করতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া—আলহামদুলিল্লাহ। আশা করি, ছাত্রশিবিরের এই যাত্রা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ