25.3 C
Dhaka
Tuesday, July 8, 2025

মধ্যরাতে মাদ্রাসায় আগুন, পুড়ে ছাই সবকিছু

মধ্যরাতে টাঙ্গাইলের মির্জাপুরে একটি মাদ্রাসা আগুন লেগে মাদ্রাসাটির সবকিছু ভষ্মীভূত হয়ে গেছে। আগুনে মাদ্রাসাটির আসবাবপত্র, অফিস সরঞ্জাম ও অবকাঠামো মিলিয়ে প্রায় ১০-১২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১২ টার দিকে পৌরসভার রাজনগর এলাকায় অবস্থিত মারকাজুল আজিজুল কোরান আল ইসলামী মাদ্রাসার অনাবাসিক টিনশেড ভবনে এই অগ্নিকাÐের ঘটনা ঘটে।

মাদ্রাসার পরিচালক হাফেজ ইব্রাহীম খান বলেন, রাত ১২ টার পর আমরা মাদ্রাসায় আগুন লাগার ঘটনাটা বুঝতে পারি। আশেপাশের লোকজন নিয়ে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই। মাদ্রাসার ভেতর একটি মোটর সাইকেল ছিল, কম্পিউটার সেট আপ ছিল, দামি আইপিএস ছিল। এখন খুঁটিও অবশিষ্ট নেই, সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুনঃ  হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাবা গ্রেপ্তার

মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেন বলেন, আমাদের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ