25.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

বাস্তবতা বুঝলেন তামিম, ফেসবুক পোস্টে করলেন একটি অনুরোধ

সোমবার হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের। কিছু সময়ের জন্য তিনি চলে গিয়েছিলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সে পরিস্থিতি থেকে ফিরে এসেছেন তিনি। অবশেষে তিনি নিরবতা ভেঙেছেন ফেসবুকে।

সে পোস্টে তামিম জানিয়েছেন এমন একটা ঘটনার পর নিজের অনুভূতি। সঙ্গে তিনি তার ভক্তদের কাছে করেছেন একটি অনুরোধ।

তামিম ইকবালের সে ফেসবুক পোস্ট পাঠকদের জন্য তুলে ধরা হলো–

‘দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেন নি।

আরও পড়ুনঃ  তীব্র কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তাপপ্রবাহের আশঙ্কা

হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোন ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে — এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?

আল্লাহতা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।

কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।

আরও পড়ুনঃ  পারমাণবিক-প্রকল্প-থেকে-৫শ-কোটি-ডলার-আত্মসাৎ-করেন-শেখ-হাসিনা

আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।’

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ