25.3 C
Dhaka
Tuesday, July 8, 2025

বাংলাদেশে আর কখনো দিনের ভোট রাতে হবে না: অ্যাটর্নি জেনারেল

বাংলাদেশে আর কখনো দিনের ভোট রাতে হবে না বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যাংকার্স ফোরাম অব শৈলকুপার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব এ কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, আমরা দায়িত্ব নিয়েছি বাংলাদেশের মানুষকে গোপন বুথ পর্যন্ত পৌঁছে দেওয়ার। সেখানে গিয়ে ভোটার সিদ্ধান্ত নেবে উনি কাকে ভোট দিবেন, উনার নেতা কে হবেন, কাকে বাংলাদেশে আগামী দিনের শাসন করার ক্ষমতা দেবেন।

আসাদুজ্জামান আরও বলেন, ‘শুধুমাত্র আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এই স্লোগানকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ যাতে আর কখনো দিনের ভোট রাতে না দেখেন, বাংলাদেশের মানুষ যাতে আর কোনো ওসিকে ব্যবহার করে কোনো ভোট বাক্স ভরতে না পারেন। প্রশাসনকে ব্যবহার করে আর কেউ যাতে ভোট ডাকাতি না করতে পারে সেই প্রক্রিয়া নিশ্চিত করা এবং জনগণকে ভোটের বুথ পর্যন্ত নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব থাকবে।’

আরও পড়ুনঃ  দিনভর ঘুম ঘুম ভাব? হেলাফেলার নয়, হতে পারে মৃ’ত্যুঝুঁ’কির পূর্বাভাস!

তিনি বলেন, ‘সেই দায়িত্বে আপনাদের শুধুমাত্র সহযোগিতা চেয়েছি। যখন এই ভোটার গোপন ব্যালটে ভোট দিতে বুথে ঢুকবে। সেখানেই আমাদের দায়িত্ব শেষ। তারপরে ওই ভোটার সিদ্ধান্ত নেবে উনি কাকে ভোট দিবেন, উনার নেতা কে হবেন। উনি কাকে বাংলাদেশে আগামী দিনের শাসন করার ক্ষমতা দেবেন, এটাই আমাদের লক্ষ্য।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘গত দশ মাসে বাংলাদেশের একটিও মানুষ গুমের শিকার হয়নি। এই সময়ে বাংলাদেশে কোনো ক্রসফায়ারের ঘটনা ঘটেনি। গত ১০ মাসে পুলিশ বাহিনী বাদী হয়ে একটিও কোনো মিথ্যা গায়েবি মামলা করেনি। এটা আমাদের গর্বের এবং অহংকারের।’

আরও পড়ুনঃ  ‘শাড়ি পরে আসো নাই কেন, কত সুন্দর লাগত’, শিক্ষার্থীকে ঢাবি শিক্ষক

মাদক ও দুর্নীতির তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘শৈলকুপা উপজেলায় যে উন্নয়ন কাজ চলছে তা আপনাদের করের টাকায়। এ উন্নয়ন কাজে যদি সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা জড়িত থাকেন তাহলে আমাকে তথ্য দিলে সেই কর্মকর্তাকে বদলী করে পরবর্তী কর্মস্থলে একই কাজের সুযোগ করে দেওয়া হবে না। তার বিরুদ্ধে দুর্নীতির একটি মামলা ধড়িয়ে দেওয়া হবে। যা নিয়ে সে কোর্টের বারান্দায় ঘোড়ার সুযোগ পাবেন।’

এসময় ব্যাংক কর্মকর্তা মহিবুল কাদির ফরহাদের সভাপতিত্বে বিসিএস অফিসার্স ফোরামের সভাপতি ডা. নাসিরুদ্দিন, প্রবীণ সাংবাদিক ঈত্তেফাকের ভ্রাম্যমান সংবাদদাতা বিমল কুমার সাহা, ব্যাংক কর্মকর্তা ফজলুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ, ব্যাংক কর্মকর্তা নাজমুল হাসান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ