25.3 C
Dhaka
Tuesday, July 8, 2025

পোস্ট অফিসে ১ লক্ষ টাকা জমা রাখলে মাসে কত টাকা পাবেন?

২০২৫ সালে ডাক বিভাগের মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে (ফিক্সড ডিপোজিট) এক লাখ টাকা বিনিয়োগ করলে গ্রাহক প্রতি তিন মাস অন্তর কেমন মুনাফা পাবেন, সেই বিষয়ে নতুন হার ঘোষণা করেছে সরকার। সঞ্চয়কারীদের জন্য এটি হতে পারে একটি লাভজনক ও নিরাপদ বিনিয়োগের মাধ্যম।

কী পরিমাণ মুনাফা পাবেন?
ডাক বিভাগের তথ্যমতে, মুনাফা প্রদান করা হয় তিন মাস অন্তর। এই স্কিমে এক লাখ টাকা ফিক্সড ডিপোজিট করলে প্রতি তিন মাসে গ্রাহক পাবেন নিম্নরূপ পরিমাণ মুনাফা:

মেয়াদ বার্ষিক হার প্রতি ৩ মাসে প্রাপ্ত মুনাফা উৎসে কর (৫%) হাতে প্রাপ্ত মুনাফা
১ বছর ১১.০৪% ২,৭৬০ টাকা ১৩৮ টাকা ২,৬২২ টাকা
২ বছর ১১.৬৫% ২,৯১২ টাকা ১৪৫ টাকা ২,৭৬৭ টাকা
৩ বছর ১২.৩০% ৩,০৭৫ টাকা ১৫৪ টাকা ২,৯২১ টাকা

আরও পড়ুনঃ  সেনাবাহিনীকে কেন জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, প্রশ্ন নুরুল হক নুরের

অর্থাৎ, তিন বছরের জন্য ফিক্সড ডিপোজিট করলে প্রতি তিন মাসে মুনাফা হিসেবে হাতে পাওয়া যাবে ২,৯২১ টাকা। বছরে মোট পাওয়া যাবে ১১,৬৮৪ টাকা (উৎসে কর বাদ দিয়ে)।

কিভাবে খুলবেন একাউন্ট?
এই সঞ্চয়পত্র খোলার জন্য যেতে হবে নিকটস্থ ডাকঘর বা সোনালী, অগ্রণী, রূপালী বা জনতা ব্যাংকের নির্দিষ্ট শাখায়। ফিক্সড ডিপোজিট করতে যা লাগবে:

জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ

২-৩ কপি পাসপোর্ট সাইজ ছবি

একজন নমিনির তথ্য ও ছবি

টিন সার্টিফিকেট (৭.৫ লাখ টাকার বেশি বিনিয়োগ হলে বাধ্যতামূলক)

আরও পড়ুনঃ  রেমিট্যান্সের সাড়ে ১২ কোটি টাকা নিরাপদে পৌঁছে দিল সেনাবাহিনী

প্রাথমিক জমার টাকা (নগদ বা চেক)

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ