25.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

নাহিদের নতুন দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা

আত্মপ্রকাশ করেছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। এই দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দল ঘোষণার আগে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন বাহিনীর সাবেক কয়েকজন সদস্যদের সঙ্গে মতবিনিময় করবে জাতীয় নাগরিক কমিটি।

নতুন দল ঘোষণা নিয়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের দায়িত্ব নেয়ায় জোড়ালো সম্ভাবনা রয়েছে। তবে দলের সদস্যসচিব পদ নিয়ে নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে আলোচনার ভিত্তিতে দলের শীর্ষ চারটি পদ মোটামুটি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। তবে আরও দুটি পদের বিষয়ে প্রস্তাব এসেছে।

আরও পড়ুনঃ  বিরোধী রাজনীতিতে নতুন মেরূকরণ!

এদিকে পদগুলোতে কারা থাকছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ছাত্রনেতা ও বর্তমান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নয়া দলটির হাল ধরার সম্ভাবনা রয়েছে। সেটি হলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন তিনি।

সূত্র: যমুনা টেলিভিশন

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ