25.3 C
Dhaka
Tuesday, July 8, 2025

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম তাহমীদ এখনও জানেন না রেজাল্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছেন কেএএইচএম তাহমীদ।

উচ্চমাধ্যমিকে তার শিক্ষাপ্রতিষ্ঠান ছিল রাজশাহী ক্যাডেট কলেজ। তার বাড়ি রংপুরের মডার্নমোড় কোর্টপাড়ায়। খোঁজ নিয়ে জানা গেছে, এখনও তিনি তার রেজাল্ট জানেন না।

তাহমীদের মা মোছা. কামরুন্নাহার বলেছেন, তাহমিদ এখনও তার ফলাফল জানে না। সে আইএসএসবি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ক্যান্টনমেন্টে আছে। সেখানে যেহেতু মোবাইল নেওয়া যায় না, ফলে এখনও তাকে রেজাল্ট জানানো যায়নি।

আরও পড়ুনঃ  ফাঁস হয়ে গেল ১৭ থেকে ২০ মার্চ বাংলাদেশে কি হতে যাচ্ছে

তাহমীদের মা আরও জানান, আলহামদুলিল্লাহ! আমরা অনেক খুশি। আল্লাহর কাছে শুকরিয়া তাহমীদ ভালো একটা ফলাফল করেছে। পরীক্ষা দেওয়ার পরেই সে বলছিল যে, ও ভালো পরীক্ষা দিয়েছে। ওর কাছে শোনার পরে মনে হয়েছিল যে সে অনেক ভালো করবে। সে নিজেও অনেক আশাবাদী ছিল।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ