25 C
Dhaka
Tuesday, July 8, 2025

গ্র্যান্ড সুলতানে শামীম ওসমান থাকার গুঞ্জন নিয়ে যা জানা গেল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাঁচ তারকা হোটেল ‘গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে’ আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের থাকার খবরটি গুজব। এই গুঞ্জন ছড়িয়ে পড়লে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ওই হোটেলে তল্লাশি চালায়। তবে সেখানে শামীম ওসমানকে পাওয়া যায়নি।

আজ বুধবার (১৪ আগস্ট) শামীম ওসমান গ্র্যান্ড সুলতানে রয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়লে হোটেলের আশপাশে বিভিন্ন উৎসুক জনতা ভিড় জমান। পরবর্তীতে সেনাবাহিনীর ও পুলিশের একটি টিম সেখানে গিয়ে গ্র্যান্ড সুলতানের প্রবেশদ্বার ঘিরে রাখে।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে যা বললো জাতিসংঘ

শ্রীমঙ্গল পৌরসভা মেয়র মহসিন মিয়া গ্র্যান্ড সুলতান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর উৎসুক জনতার উদ্দেশ্যে বলেন, এখানে কেউ নেই, এইসব গুজব। আপনারা চলে যান। অযথা ভিড় করবেন না। আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাবেন না।

গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফের ব্যবস্থাপক আরমান খান দেশ রূপান্তরকে বলেন, শামীম ওসমানের থাকার খবরটি গুজব। আমাদের রিসোর্টটি একটি অরাজনৈতিক ব্যক্তি মালিকানাধীন পাঁচ তারকা রিসোর্ট।

আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাবো আপনারা কোনো কিছু না জেনে না বুঝে সোশ্যাল মিডিয়াতে দেশের পর্যটন শিল্প ক্ষুণ্ন হয় এমন কোন পোস্ট দেওয়া থেকে বিরত থাকবেন।

আরও পড়ুনঃ  ৯ রানের জন্য টেস্টে নিজের ৪র্থ ডাবল সেঞ্চুরি মিস করলেন মুশফিকুর রাহিম

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় দেশ রূপান্তরকে বলেন, আমরা পুলিশ ও সেনাবাহিনী গ্র্যান্ড সুলতান রিসোর্টে গিয়ে তল্লাশি করেছি৷ এখানে শামীম ওসমান থাকা নিয়ে যে গুঞ্জন উঠেছিল তা সম্পূর্ণ গুজব।

কিছু মানুষ গ্র্যান্ড সুলতানের আশপাশে জড় হয়েছিল তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি। এখন স্বাভাবিক অবস্থায় আছে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ