25.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

গরম কবে থেকে কমবে জানালো আবহাওয়া অফিস!

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় ৬ জুন থেকে সারাদেশে বৃষ্টি কমে বেড়েছে গরম। ফলে দেশজুড়ে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, রোববার রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগসহ ফেনী ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সোমবারও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, আগামী বুধবার (১১ জুন) থেকে দেশে তাপমাত্রা কমে বাড়তে পারে বৃষ্টি। তবে এসময় কিছু কিছু অঞ্চলে ভ্যাপসা গরম থাকবে।

আরও পড়ুনঃ  তেল-বিদ্যুৎ-গ্যাস গ্রাহকদের বিশাল সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা

এছাড়া আগামী মঙ্গলবার (১০ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ফেনীতে। এছাড়া দেশের প্রায় ৬ টি বিভাগ ছিল দৃষ্টিহীন।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ