24.7 C
Dhaka
Tuesday, July 8, 2025

খিলগাঁওয়ে আপন কফি শপে তরুণীকে হেনস্তা ও মারধর, ভিডিও ভাইরাল

রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত একটি জনপ্রিয় কফি শপ হচ্ছে ‘আপন কফি শপ’। প্রতিদিন নানা বয়সের মানুষ এখানে কফি পান করতে আসেন। সেখানে এক তরুণী তার বন্ধুর সঙ্গে এসেছিলেন। পরে বাকবিতণ্ডার জেরে কপি শপের কর্মচারীরা ওই তরুণীকে হেনস্তা করেন। পাশাপাশি লাঠি দিয়ে মারধর করেন। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) আপন কফি শপে তরুণী হেনস্তা ও মারধরের ভিডিওটি ভাইরাল হয়।

ঘটনার সত্যতা নিশ্চত করেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ভিডিওটি নজরে এসেছে আমাদের।ভুক্তভোগী তরুণীকে খুঁজে পাওয়া যায়নি এখনও। প্রাথমিকভাবে আপন কফি শপের মালিক ও ম্যানেজারকে আটক করা হয়েছে। ভুক্তভোগী তরুণী মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  হাসানুল হক ইনু গ্রেপ্তার

আতাউর রহমান আকন্দ আরও জানান, ঘটনাটি কয়েকদিন আগের। তবে সামাজিক যোগাযোগমাধ্যকে তা ছড়িয়ে পড়েছে আজ।

ভাইরালা ভিডিওটি দেড় মিনিটের। দূর থেকে কেউ একজন ভিডিও করছিলেন। ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে ধমকানো হয়, এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। যেন সে মানুষ নয়, পথের ধুলো। এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। তরুণীটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আবার তাকে ধাওয়া করে।

আরও পড়ুনঃ  স্মৃতিসৌধে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মারামারি

ব্যথায় কাঁপতে কাঁপতে ভীত সন্ত্রস্ত মেয়েটি ছুটে যায় এক মোটরসাইকেল চালকের দিকে। তার চোখে হয়তো তখন একটুখানি ভরসা জ্বলে উঠেছিল। চালকটি তরনী কথা শুনে কফিশপের ভেতরে যায়, কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

সেই ভাইরাল ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছিল আপন কফি শপের সাইনবোর্ড। অসংখ্য মানুষ ফেসবুকে ভিডিওটি শেয়ার করেছেন। তারা ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মাজিক মাধ্যমে ভাইরাল হলে মুহূর্তেই নিন্দার ঝড় ওঠে। বিষয়টি নজরে আসার পর রামপুরা থানা পুলিশ অভিযানে গিয়ে কফি শপটির মালিক, ম্যানেজার ও লাঠি দিয়ে শিশুটিকে মারধর করা কর্মচারী শুভসহ চারজনকে হেফাজতে নিয়েছে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ