25 C
Dhaka
Tuesday, July 8, 2025

কাশ্মীর ইস্যুতে চাঞ্চল্যকর বার্তা, পাকিস্তানজুড়ে ঐক্যের ডাক দিলেন ইমরান খান

ভারত-পাকিস্তান উত্তেজনা যখন তুঙ্গে, তখন পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর ইস্যুতে দিলেন চাঞ্চল্যকর বার্তা। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎকালে ইমরান বলেন, ‘নরেন্দ্র মোদির আগ্রাসী নীতি গোটা পাকিস্তানকে ঐক্যবদ্ধ করেছে।’

তিনি দাবি করেন, কাশ্মীরে ভারতীয় নিপীড়ন বেড়ে যাওয়ায় কাশ্মীরীদের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা আরও জোরালো হয়েছে। পিটিআইয়ের ফেসবুক পেজে তাঁর এই মন্তব্য হুবহু প্রকাশ করা হয়েছে।

৩০ এপ্রিল পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল সূত্রে জানা যায়, ইমরান খান বলেন, বর্তমান অগণতান্ত্রিক সরকারকে তিনি বৈধ মনে না করলেও ভারতের বর্তমান অবস্থান দক্ষিণ এশিয়ার শান্তির জন্য বড় হুমকি।

আরও পড়ুনঃ  আনসার সদস্যদের নিরাপত্তা দিয়ে ঘিরে রেখেছে সেনাবাহিনী

ইমরান খান আহ্বান জানান, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক কণ্ঠে কথা বলতে হবে।’

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কারাগার থেকে এমন মন্তব্য দিয়ে ইমরান খান একদিকে পাকিস্তানের অভ্যন্তরীণ সরকারবিরোধী অবস্থানকে তীব্র করছেন, অন্যদিকে কাশ্মীর ইস্যুতে জাতীয়তাবাদের মাধ্যমে জনসমর্থন পুনরুদ্ধারের কৌশল নিচ্ছেন।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ