25 C
Dhaka
Tuesday, July 8, 2025

আসছে নতুন আরেকটি রাজনৈতিক দল, আত্মপ্রকাশ কাল

‘জনতার দল’ নামে আসছে নতুন আরেকটি রাজনৈতিক দল। আগামীকাল বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আজ বুধবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন নতুন এ দলটির মুখপাত্র ডেল এইচ খান।

তিনি বলেন, ‘ড. ইউনুসের দেখানো পথে হাঁটবে আমাদের নতুন এ দল। তাকে আমরা আইডল মনে করছি। ছাত্ররা মাত্র ৩৬ দিনের আন্দোলনের মাধ্যমে বিগত ৫৩ বছরের পুরাতন রাজনীতিকে খারিজ করে দিয়েছে। ছাত্রদের অভিজ্ঞতা কম, তবে আমাদের এ দলে যাদের নিয়ে গঠন করা হবে তাদের অভিজ্ঞতা আছে। তবে ‘অভিজ্ঞদের অভিভাবকত্বে তরুণদের নেতৃত্ব’ এ দলটি গঠন করা হবে।’

আরও পড়ুনঃ  সাবেক ডিবি প্রধান হারুন মাস্ক পরে দেওয়াল টপকে পালিয়ে যান

তিনি আরো বলেন, ‘ আমরা মধ্যমপন্থী দল হিসেবে আত্মপ্রকাশ করছি। আমাদের দলে সামরিক (অব.) বেসামরিক, ব্যাংকার, আইনজীবী ও সিনিয়র সাংবাদিকদের নিয়ে দলটি গঠন করা হবে।’

নতুন দলটির চেয়ারম্যান হলেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল।

জানা গেছে, ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের ১ নং হলে বিকেল ৩টায় দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হবে। এতে ২৪ বিপ্লবের শহীদ পরিবারের সদস্য ও আহতরা উপস্থিত থাকবেন। এ ছাড়াও ছাত্র প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রতিনিধি ও বিশিষ্টজনদের উপস্থিত থাকার কথা রয়েছে।

আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ